টলিউডে ফের করোনার থাবা, আক্রান্ত অভিনেত্রী সুদীপ্তা

মুম্বই: টলিউডে ফের করোনার থাবা। এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। বুধবার তিনি নিজের ফেসবুক প্রোফাইলে এ কথা জানিয়েছেন। আপাতত সুদীপ্তা হোম আইসোলেশনে রয়েছেন। 

মুম্বই: টলিউডে ফের করোনার থাবা। এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। বুধবার তিনি নিজের ফেসবুক প্রোফাইলে এ কথা জানিয়েছেন। আপাতত সুদীপ্তা হোম আইসোলেশনে রয়েছেন। 

ফেসবুকে সুদীপ্তা লিখেছেন, “জীবন সারপ্রাইজে ভরা। আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ। বন্ধুরা প্লিজ প্যানিক কোরো না। আমি ঠিক আছি। জ্বর নেই, গায়ে ব্যথা নেই, এখনও পর্যন্ত শ্বাসকষ্ট জনিত কোনও সমস্যাও নেই। শুধুমাত্র নাক বন্ধ। কোনও স্বাদ আর গন্ধও পাচ্ছি না। ব্যস এইটুকুই! আমার স্বামী ও মেয়ে একদম ঠিক আছে। ওদের চার-পাঁচ দিন পর ফের পরীক্ষা করাতে বলা হয়েছে। আমি গত চার দিন ধরে এক্কেবারে রুম আইসোলেশনে রয়েছি। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। আমি নিশ্চিত, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। নিজেদের যত্ন নাও.. সাবধানে থেকো।”

কিছুদিন আগে করোনা আক্রান্ত হন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তাঁর পরিবারের সদস্যদেরও করোনা ধরা পড়েছিল। হোম আইসোলেশনে থেকে চিকিৎসা চলছিল তাঁদের। বর্তমানে অবশ্য তাঁরা সুস্থ হয়ে উঠেছেন। তার আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এ মাসের গোড়ার দিকে জ্বর এসেছিল তাঁর। হালকা করোনা উপসর্গ দেখা দেওয়ায় করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বেলভিউ হাসপাতালে চিকিৎসা শুরু হয় তাঁর। বয়সের কারণে ও অন্যান্য অসুস্থতার কারণে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়। প্লাজমা থেরাপির পর করোনা মুক্ত হলেও এই রোগের প্রভাবেই শারীরিক অবস্থা খারাপ হয় তাঁর। প্রয়াত হন তিনি। এছাড়া রিয়ালিটি শো ‘সারেগামাপা’-এর চার বিচারক শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, মিকা সিং এবং আকৃতি কক্করেরও করোনা হয়েছিল। বর্তমানে তাঁরা সেরে উঠেছেন।

সৌমিত্র ছাড়াও টলিউডের আরও অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছে রাজ চক্রবর্তী, কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিকের মতো ব্যক্তিত্ব। আগস্ট মাসের মাঝামাঝি টুইটে রাজ চক্রবর্তী লিখেন তাঁর করোনা হয়েছে। স্ত্রী শুভশ্রী তখন অন্তঃসত্ত্বা। পরের মাসেই ছিল তাঁর ডেলিভারি। তাঁরও করোনা পরীক্ষা করা হয়। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন রাজ চক্রবর্তীও। কিন্তু এর মধ্যেই পরিচালকের বাবা প্রয়াত হন। তার আগে অভিনেত্রী কোয়েল মল্লিকেরও করোনা ধরা পড়ে। শুধু কোয়েল নন, তাঁর বাবা রঞ্জিত মল্লিক, স্বামী নিসপাল সিং রানে ও মায়ের শরীরেও করোনার সন্ধান মেলে। ঘটনার কিছুদিন আগেই মা হন কোয়েল। কিন্তু ভাগ্যক্রমে সদ্যোজাতের করোনা হয়নি। সুস্থই ছিল সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 11 =