বলিউডের ৩ খানের সম্পত্তির তদন্ত প্রয়োজন, বিস্ফোরক সুব্রহ্মণ্যম স্বামীর

বলিউডের ৩ খানের সম্পত্তির তদন্ত প্রয়োজন, বিস্ফোরক সুব্রহ্মণ্যম স্বামীর

নয়াদিল্লি: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তপ্ত হয়ে উঠেছে বলিউড৷ বলিউডের প্রভাবশালীদের বিরুদ্ধে উঠেছে আঙুল৷ সুশান্তের মৃত্যু-রহস্য নিয়ে সিবিআই তদন্তের দাবিও উঠতে শুরু করেছে৷ একই দাবি তুলেছেন সুব্রহ্মণ্যম স্বামী৷ তবে, সুশান্তের মৃত্যু-রহস্য নিয়ে সিবিআই তদন্তের দাবি তুলে শান্ত থাকেননি সুব্রহ্মণ্যম, বলিউডের ৩ খানকেও নিশানায় তুলেছেন তিনি৷

বলিউডের ৩ প্রভাবশালী সলমন, আমির, শাহরুখের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছন পোড়খাওয়া বিজেপি সাংসদ৷ তাঁর অভিযোগ, বলিউডের ৩ খানের দেশ ও বিদেশ মিলিয়ে কোটি-কোটি টাকার সম্পত্তি রয়েছে৷ রাজকীয়জীবন৷ এত সম্পত্তির বৈধতা কতখানি, তা খতিয়ে দেখা প্রয়োজন রয়েছে৷ চাঁচাছোলা ভাষায় ট্যুইট করে সুব্রহ্মণ্যম স্বামীর দাবি, ৩ খানের বিদেশে বিপুল সম্পত্তি রয়েছে৷ তা নিয়ে তদন্তের প্রয়োজন৷ কাঁরা তাঁদের বাংলো উপহার দিচ্ছে? তাঁরা কি কিনেছেন? তাহলে কীভাবে কিনলেন? এই বিষয়গুলি ইডি, আইটি ও সিবিআইকে খতিয়ে দেখা উচিত৷

স্বামী আরও জানিয়েছেন, বলিউডের ৩ খান কি আইনের ঊর্ধ্বে? কেন এঁদের বিরুদ্ধে তদন্ত হবে না? বিজেপি সাংসদের এই টুইট নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে৷ সমর্থন জানিয়েছেন নেটিজেনদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =