দ্বিতীয় বার মা-বাবা হলেন শুভশ্রী ও রাজ, ছেলে হল না মেয়ে?

দ্বিতীয় বার মা-বাবা হলেন শুভশ্রী ও রাজ, ছেলে হল না মেয়ে?

subhashree

কলকাতা: টলিউডে খুশির খবর৷ ফের মা হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গাপাধ্যায়৷ বাবা হলেন রাজ চক্রবর্তী৷ বৃহস্পতিবার, ৩০ নভেম্বর দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন নায়িকা। এবার কন্যাসন্তানের মা হলেন তিনি৷ পরিবারে নতুন সদস্যের আগমনে বেজায় খুশি পরিচালক-বিধায়ক রাজ। চলতি বছরের জুন মাসেই দ্বিতীয় সন্তান আসার সুখবর শুনিয়েছিলেন ‘রাজশ্রী’। তখনই চার মাস অন্তঃসত্ত্বা ছিলেন নায়িকা। তবে সেই অবস্থাতেও ছুটি নেননি৷ কাজ করেছিলেন চুটিয়ে৷ রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর শুটিং করছিলেন তিনি। শুভশ্রী বরাবরই বলেছিলেন তাঁরা দু’টি সন্তান পছন্দের৷ এর আগে তাঁর কোল আলো করে আসে পুত্র ইউভান৷ এবার এল কন্যা সন্তান৷ 

জন্মের প্রথম দিন থেকে ইউভানের প্রতিটি বিশেষ মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাজ এবং শুভশ্রী। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও কি সেই পথেই হাঁটবেন  তারকা দম্পতি৷ না কি বলিউড নায়ক-নায়িকাদের মতো সোশ্যাল মিডিয়া থেকে আড়ালেই রাখবেন দ্বিতীয় সন্তানকে? সেটাই এখন দেখার৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =