ইউভানকে কোলে তুলে বিকিনিতে উদ্দাম নাচ শুভশ্রীর, ঘাম ঝরছে নেট পাড়ায়

ইউভানকে কোলে তুলে বিকিনিতে উদ্দাম নাচ শুভশ্রীর, ঘাম ঝরছে নেট পাড়ায়

কলকাতা: বলিউড তারকাদের অন্যতম প্রিয় ডেস্টিনেশন মলদ্বীপ৷ নীল জলরাশির টানে বারেবারে সেখানে ছুটে যান তাঁরা৷ তবে পিছিয়ে নেই টলি পাড়াও৷ চুটিয়ে ছুটি উপভোগ করতে মলদ্বীপকে বেছে নিয়েছিলেন রাজ-শুভশ্রীও৷ মলদ্বীপ থেকে ফিরে এলেও এখনও ভ্যাকেশন মুড কাটিয়ে উঠতে পারছে না এই লাভ বার্ডস৷ এবার ইনস্টাগ্রামে ইউভানের সঙ্গে ডান্স ভিডিয়ো শেয়ার করলেন রাজ৷ ভিডিয়ো পোস্ট করতেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়ে যায়৷ উপচে পড়েছে কমেন্ট বক্স৷ 

আরও পড়ুন- ‘প্লেবয়’ মডেল চার্লির বোল্ড ফটোশ্যুটে অগুন ঝরছে নেটপাড়ায়

সদ্যই ছেলে ইউভানকে নিয়ে মলদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন রাজ শুভশ্রী৷ রাজের পোস্ট করা ভিডিয়োতে দেখা গিয়েছে, সি ফেসিং বিচ রিসর্টে ছেলে ইউভানকে কোলে তুলে নিয়ে মনের আনন্দে নাচছেন শুভশ্রী৷ পরনে প্রিন্টেড বিকিনি৷ উপরে জড়ানো স্বচ্ছ সাদা লং শ্রাগ৷ ব্যাকগ্রাউন্ডে বাজছে ইংরেজি গান৷ খোলা চুলে উইথ আউট মেকআপেই যেন সেক্সি মাম্মা শুভশ্রী৷ তাঁর এই ডান্স ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে৷ আর ইউভান? তিনি তখন মায়ের কোলে চেপে দিব্য মজা নিচ্ছেন৷ 

মা হওয়ার পর অনেকটাই মোটা হয়ে গিয়েছিলেন শুভশ্রী৷ এর জন্য অনেক কমেন্টও শুনতে হয় তাঁকে৷ যদিও সে সব নিয়ে কখনই মাথা ঘামাননি তিনি৷ তবে এবার ওজন অনেকখানি ঝরিয়ে ফেলেছেন ইউভানের মাম্মি৷ বডি শেমিং নিয়ে যত কথাই হোক না কেন একের পর এক পদক্ষেপ করেছেন শুভশ্রী৷ 

শুভশ্রী

মলদ্বীপে শরীরি খাঁজে আলোড়ল ফেলেছেন নায়িকা৷ কখনও ব্রালেটে, কখনও আবার জলের তলায় বিকিনিতে আগুন ঝরিয়েছেন শুভশ্রী। প্রতিটি ছবিতেই স্পষ্ট হয়ে উঠেছে তাঁর শরীরী হিল্লোল। মলদ্বীপে গিয়ে পুরোপুরি বিচ কন্যা হয়ে উঠেছিসেন নায়িকা। ব্রালেটে স্পষ্ট উঁকি দিয়েছে ক্লিভেজ৷ হাই থাই স্লিটে বেরিয়ে উন্মুক্ত উরু। রাজ ঘরনির এই সেক্সি অবতার দেখে রাতের ঘুম উড়েছে পুরুষ মহলের৷ 
   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − one =