নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে দুটি বিড়ালের ভিডিও। ভিডিও অত্যন্ত সাধারণ হলেও, তার পেছনের গল্প জানলে আবেগপ্রবণ হবেন আপনিও। অবলা প্রাণীরা মানুষকে কতটা বিশ্বাস করে তার আদর্শ উদাহরণ এই গল্প। ২২ সেকেন্ডের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় চর্চায় রয়েছে। ইতিমধ্যে ৭০০০-এর ওপর ভিউজ হয়ে গেছে ভিডিওটির।
প্রতিদিন এক দম্পতির কাছে আসত একটি বিড়াল। খাওয়া-দাওয়া ছাড়া পেত প্রচন্ড আদর। বেশ কিছুদিন যাওয়ার পর, সে ওই দম্পতির কাছে নিজের বাচ্চাকেও নিয়ে আসে। এই ঘটনা দেখে প্রচন্ড উচ্ছ্বসিত হয়ে যান ওই দম্পতি। তারা বুঝতে পারেন, প্রতিদিন তাদের থেকে খাওয়া-দাওয়া এবং আদর পেয়ে তাদের প্রতি বিশ্বাস জন্মে ছিল ওই মা বিড়ালের। সেই বিশ্বাস থেকেই নিজের বাচ্চাকে তাদের কাছে আনার সাহস পেয়েছে সে। সঙ্গে সঙ্গে তাদের ভিডিও রেকর্ড করেন ওই দম্পতি। পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এখন ওই দুটি বিড়ালকে নিজেদের বাড়িতেই রেখেছেন ওই দম্পতি।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই কমেন্টের বন্যা বয়ে গেছে। কেউ কেউ লিখছেন, অপ্রত্যাশিত ব্যাপার। তবে এই পৃথিবীতে প্রত্যেকের অধিকার আছে আদর পাওয়ার। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পশু-পাখিদের ভিডিও আখছার ভাইরাল হয়। লক্ষাধিক ভিউজ, হাজার হাজার শেয়ার হতে থাকে। সেইসব ভিডিওর মধ্যে নতুন সংযোজন এই বিড়ালদের ভিডিও।