Aajbikel

বিশ্বব্যাপী ৮৫০ কোটি পেরিয়ে গেল 'জওয়ান', নতুন নজিরের পথে SRK

 | 
jawan

মুম্বই: বছরের শুরুতে 'পাঠান' ১০০০ কোটি ক্লাব খুলেছে বলিউডের জন্য। এবার 'জওয়ান' সেইদিকে যাচ্ছে। পরপর দুটি ১০০০ কোটির সিনেমার 'বাদশা' হওয়ার থেকে আর কিছু দূরে আছেন 'কিং খান' শাহরুখ খান। কারণ ইতিমধ্যে বিশ্বব্যাপী ৮৫০ কোটি টাকার ব্যবসা পার করে ফেলেছে তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি। মাত্র ১১ দিন হয়েছে এই সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যেই 'বিস্ফোরণ' ঘটিয়েছেন 'বিক্রম রাঠর'। 

প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ' এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে, 'জওয়ান' শুধুমাত্র ১১ দিনে হিন্দি ভাষায় ৪৩০.৪৪ কোটির ব্যবসা করে ফেলেছে ইতিমধ্যেই। দ্রুততম ভারতীয় ছবি হিসেবে ৪০০ কোটির ক্লাবে ঢুকেছে এটি। অন্যদিকে বিশ্বে এই ছবির ব্যবসা আপাতত গিয়ে দাঁড়িয়েছে ৮৫৮.৬৮ কোটি টাকায়। এতএব বলাই যায়, চলতি মাসের মধ্যেই এই ছবি ১০০০ কোটির ক্লাবে ঢুকে পড়তে পারে। তার সম্ভাবনাই যথেষ্ট প্রবল। পাশাপাশি দেশের বাজারেও এই সিনেমা ৫০০ কোটির ক্লাবে ঢুকতে চলেছে। 

বেশিরভাগ বিশ্লেষকরাই অনুমান করছেন, 'জওয়ান' ১০০০ কোটি টাকার ব্যবসা তো করবেই, তা 'পাঠান'কেও টপকে যেতে পারে। যদি তেমনটা হয়, তাহলে শাহরুখ খান হয়ে যাবেন দেশের একমাত্র অভিনেতা যিনি পরপর দুটি ১০০০ কোটির সিনেমা দিলেন। অতিমারির পর থেকে দক্ষিণী ছবির কাছে যে বলিউডকে মাথা নোয়াতে হয়েছিল, সেই বলিউডকে প্রায় একা হাতে চাগিয়ে তুলেছেন 'বাদশা'। আর পাঠানের পর জওয়ান আরও বড় প্রমাণ।    

Around The Web

Trending News

You May like