মুম্বই: ফের মানবিক বলিউড বাদশা। এবার ছত্তিশগড়ে করোনা যোদ্ধাদের ব্যবহারের জন্য ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম বা পিপিই কিট দান করলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। করোনা যোদ্ধাদের ২ হাজার পিপিই কিট সরবরাহ করার ব্যবস্থা করেছেন তিনি। শাহরুখ তাঁর মীর ফাউন্ডেশনের মাধ্যমে পিপিই কিট সরবরাহ করেন। এটি একটি এনজিও যা অ্যাসিড আক্রান্তদের স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য কাজ করে।
ছত্তিশগড়ের মন্ত্রী টি এস সিং দেও ফ্রন্টলাইন যোদ্ধাদের সহায়তা করার জন্য অভিনেতার প্রশংসা করেছেন। টুইটারে তিনি লিখেছেন, “আমরা আমাদের প্রথম সারির যোদ্ধাদের সুরক্ষার জন্য পিপিই কিট সরবরাহ করার জন্য শাহরুখ এবং মীর ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং এটি সম্ভব করার জন্য। আপনার উদারতা আমাদের স্বাস্থ্যসেবা ক্ষেত্রের বীরদের রক্ষা করতে আরও অনেককে অনুপ্রাণিত করেছে।” টুইটের উত্তরে কিং খান লিখেছেন, এই কঠিন সময়ে প্রত্যেকেই তাদের সহকর্মী ভাইদের সাহায্য করার চেষ্টা করছেন। “স্যার, আমরা সকলেই এই কঠিন সময় কাটিয়ে উঠতে আমাদের ভাই-বোনদের সাধ্য মতো সাহায্যের চেষ্টা করছি।” টুইটারে লেখেন শাহরুখ।
এই প্রথম নয় যে শাহরুখ করোনা ভাইরাসটির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা ও সমর্থন করলেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী কেয়ারস তহবিলে আর্থিক সাহায্য করেছিলেন। মহারাষ্ট্র, দিল্লি এবং পশ্চিমবঙ্গকেও আর্থিক সহায়তা করেছিলেন তিনি। মুম্বইতে, তিনি তার সমস্ত প্রাইভেট অফিস স্পেস বৃহন্নুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনকে দেন। কোয়ারেন্টাইন ও আইসোলেশশন সেন্টার হিসেবে এগুলি ব্যবহৃত হচ্ছে। তাঁর অফিসেই শুরু হয়েছে আইসিইউ পরিষেবাও। ১৫ শয্যার মেক-শিফড আইসিইউ হাসপাতাল তৈরি হয়েছে শাহরুখ খানের খারের অফিস। সেখানে থাকছে লিক্যুইড অক্সিজেন স্টোরেজ ট্যাঙ্ক, ভেন্টিলেটর ও হাই ফ্লো নাসাল অক্সিজেন মেশিন। মোটামুটি সব রকম ব্যবস্থাই থাকছে এই অফিস কাম আইসিইউয়ে। ২৪ ঘণ্টাই এখানে থাকছেন রেসিডেনশিয়াল চিকিৎসকরা। সপ্তাহে ৭ দিনই থাকছে এই বন্দোবস্ত। এছাড়া নার্স এবং প্যারামেডিক্যাল স্টাফেদেরও থাকার বন্দোবস্ত রয়েছে এখানে। অফিসের প্রথম তলায় সেন্ট্রাল অক্সিজেন পরিষেবা সহ ৬ টি শয্যার থাকছে। দ্বিতীয় তলায় থাকছে ৯ টি শয্যা।