শ্রীজাতকে শ্রীলেখার পোস্ট, তুমি তো আমার পাশেই শুয়ে থাকবে, ওহ বউ জানে না?

শ্রীজাতকে শ্রীলেখার পোস্ট, তুমি তো আমার পাশেই শুয়ে থাকবে, ওহ বউ জানে না?

কলকাতা: শ্রীলেখা মিত্রের পোস্ট ঘিরে শোরগোল পড়ে গেল নেটপাড়ায়৷ বুধবার রাতে ফেসবুকে শ্রীলেখা লেখেন, ‘অনেক সকালে ফ্লাইট ধরতে হবে। রাত ৩টে নাগাদ আমাকে কেউ ফোন করে তুলে দিও!’ রাতেই শ্রীলেখার এই পোস্ট দেখে কবি শ্রীজাত তার নীচে  মন্তব্য করেন৷ তবে শ্রীলেখাও চুপ করে থাকার পাত্রী নন৷ পালটা শ্রীজাতওকেও মন্তব্য করেন অভিনেত্রী, যা নিয়েই তোলপাড় পড়ে গিয়েছে৷

শ্রীজাত ঠিক কী পোস্ট করেছিলেন? শ্রীজাত লেখেন, ‘তুমি আমাকে আড়াইটে নাগাদ ডেকে দিও। আমি তিনটেয় তোমাকে ফোন করব। কেমন?’ এর জবাবে শ্রীলেখার লেখেন, ‘কল করবে? তুমি তো আমার পাশেই শুয়ে থাকবে, ওহ বউ জানে না? এ বাবা ধরা পড়ে গেলে তো!’ তাঁদের কথোপকথন এরপরও এগিয়ে চলে৷ শ্রীলেখার এই উত্তরে পালটা শ্রীজাত লেখেন, ‘বোঝো। ফোন করতে গেলে পাশে শুয়ে থাকতে হবে কেন? সে তো আর কল নয়, গ্যাঁড়াকল হয়ে যাবে।’

উল্লেখ্য, শুক্রবার সকাল সকালই হায়দরাবাদে চলে গিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। পরিচালক অংশুমান প্রত্যুষ, বিরসা দাশগুপ্ত ও অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তীকে নিয়ে ফেসবুকে ছবিও পোস্ট করেছেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − one =