‘শ্রীদেবী বাংলো’: আইনি নোটিশ বনি কপুরের

মুম্বই: টিজার রিলিজের সঙ্গে সঙ্গেই বিতর্কের মুখে ভাইরাল গার্ল প্রিয়া প্রকাশ ভরিয়রের প্রথম বলিউড ছবি ‘শ্রীদেবী বাংলো’। প্রশান্ত মাম্বুলির পরিচালনায় ছবিতে এক অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়া। ছবিটির শেষে দেখানো হয়েছে বাথটাবে মৃত্যু হয় অভিনেত্রীর। যার সঙ্গে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যু অনেকটা মিল থাকায় ছবির টিজার রিলিজের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই শ্রীদেবীর স্বামী

‘শ্রীদেবী বাংলো’: আইনি নোটিশ বনি কপুরের

মুম্বই: টিজার রিলিজের সঙ্গে সঙ্গেই বিতর্কের মুখে ভাইরাল গার্ল প্রিয়া প্রকাশ ভরিয়রের প্রথম বলিউড ছবি ‘‌শ্রীদেবী বাংলো’।‌ প্রশান্ত মাম্বুলির পরিচালনায় ছবিতে এক অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়া। ছবিটির শেষে দেখানো হয়েছে বাথটাবে মৃত্যু হয় অভিনেত্রীর।

যার সঙ্গে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যু অনেকটা মিল থাকায় ছবির টিজার রিলিজের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই শ্রীদেবীর স্বামী বনি কাপুর এই নিয়ে প্রিয়া সহ ছবির টিমের নামে আইনি নোটিশও পাঠিয়েছেন। প্রসঙ্গত, ছবির পরিচালক বনি কাপুরের কাছ থেকে আইনি নোটিশ পাবার বিষয়টি স্বীকার করে নিয়ে প্রশান্ত মাম্বুলি বলেছেন, ‘আগেই বনি কাপুরকে জানিয়েছিলাম নাম শ্রীদেবী রাখা হয়েছে ঠিকই তবে ছবিটির সঙ্গে শ্রীদেবীর মৃত্যু কোনও সম্পর্ক নেই। পুরোটাই একটা সাসপেন্স থ্রিলার। দক্ষিণ ভারতে শ্রীদেবী নামটি ভীষণ প্রচলিত। সেকারণেই ছবির নাম এটা রাখা হয়েছে। ‌এই আইনি নোটিশের আমরা জবাব দেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + eighteen =