নিজের বক্ষ বিভাজিকার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় সাহসী মন্তব্য শ্রীলেখার

কলকাতা: মেয়েদের শরীর নিয়ে সমাজের চোখ রাঙানি প্রচুর। পান থেকে চুন খসলেই শুরু হয় সমস্যা। আর বিতর্কিত কোনও পোশাক পরলে তো কথাই নেই। এই নিয়ে মেয়েদের মাঝেমধ্যেই ভালমন্দ মন্তব্যের মুখোমুখি হতে হয়। বর্তমান জেনারেশনের মধ্যেও পুরুষতান্ত্রিকতার বীজ রয়ে গিয়েছে। তবে এই জেনারেশন অনেকটাই খোলামেলা। অনেকটাই সাহসী। তেমনই একজন শ্রীলেখা মিত্র।

 

কলকাতা: মেয়েদের শরীর নিয়ে সমাজের চোখ রাঙানি প্রচুর। পান থেকে চুন খসলেই শুরু হয় সমস্যা। আর বিতর্কিত কোনও পোশাক পরলে তো কথাই নেই। এই নিয়ে মেয়েদের মাঝেমধ্যেই ভালমন্দ মন্তব্যের মুখোমুখি হতে হয়। বর্তমান জেনারেশনের মধ্যেও পুরুষতান্ত্রিকতার বীজ রয়ে গিয়েছে। তবে এই জেনারেশন অনেকটাই খোলামেলা। অনেকটাই সাহসী। তেমনই একজন শ্রীলেখা মিত্র।

তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই। নিজের ঠোঁটকাটা মন্তব্যের জন্য প্রায়ই তিনি খবরে আসেন। সম্প্রতি একটি ছবি পোস্ট করেন শ্রীলেখা। ছবিতে তাঁর ক্লিভেজ দেখা যাচ্ছিল। শেয়ারে লেখেন, “আমার চোখেই হারিয়ে যাও… বক্ষ বিভাজিকা (ক্লিভেজ) নিজের সময় খুঁজে নেবে।” শ্রীলেখার এই উদ্যোগ যে সাহসী, তাতে সংন্দেহ নেই।

মাস খানেক আগেই প্রসেনজিৎ, ঋতুপর্ণা, সৃজিত, স্বস্তিকা, পরমব্রতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন শ্রীলেখা মিত্র। কিছুদিন আগে টলিউডের স্বজনপোষণের নিয়ে কথা বলার জন্য খবরের শিরোনাম এসেছিলেন শ্রীলেখা। প্রসেনজিৎ ও ঋতুপর্ণার কথা উল্লেখ করে তিনি বলেছিলেন যে তাঁদের মধ্যে প্রেম থাকা জন্যই তিনি কখনও হিরোইনের চরিত্র পাননি। তাঁকে পার্শ্ব চরিত্রে অভিনয় করই খুশি থাকতে হয়েছিল। তিনি এও বলেছিলেন টলিউডে প্রত্যেক হিরোর একজন করে পছন্দসই হিরোইন রয়েছেন। তাঁর কোন গডফাদার ছিল না এবং তিনি কোন নায়কের সঙ্গে প্রেম করেননি। তার জন্য হিরোইনের চরিত্র পাওয়া তাঁর বরাতে জোটেনি। এরপর ‘মীরাক্কেল’ থেকে বাদ পড়েন শ্রীলেখা।

কিছুদিন আগে ফের খবরে আসেন শ্রীলেখা। ‘টুম্পা সোনা’ গান নাচেন তিনি। অরিজিৎ সরকারের ‘রেস্ট ইন প্রেম’ সিরিজের ‘টুম্পা সোনা’ গান এখন নেটদুনিয়ায় ভাইরাল। অনেকেই গানের তালে নেচে উঠছেন। অনেক ভিডিওয় নেটদুনিয়ায় ভাইরালও হয়েছে। এক খুদের চুল কাটার ভিডিও-ও ভাইরাল হয়েছিল। সেখানে চুল কাটতে গিয়ে এক খুদে ‘টুম্পা সোনা’ গানে নেচে উঠেছে। সেলেব্রিটিরাও এই গানে বহুবার নেচেছেন। অনির্বাণের বিয়েতে সৃজিত ও রুদ্রনীল চুটিয়ে নেচেছিলেন। অনির্বাণ নিজেও তাল মিলিয়েছিলেন। সেই গানে নেচে খবরে আসেন শ্রীলেখা মিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =