Aajbikel

বিছানায় কার সঙ্গে চরম রোম্যান্সে মত্ত শ্রীলেখা? ‘দুষ্টুমি’র ভিডিয়ো ভাইরাল

 | 
শ্রীলেখা

কলকাতা:  টলিউডের এক বিতর্কিত অধ্যায় শ্রীলেখা মিত্র৷ তাঁকে নিয়ে নেট পাড়ায় চর্চার অন্ক নেই৷ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয় পেজে হট ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী৷ সেখানে তাঁকে দেখা যায় চরম রোম্যান্স করতে৷ বিছানায় আদুরে শ্রীলেখাকে দেখে ঘুম উড়েছে নেটিজেনদের। কালো-সাদা ট্র্যাক প্যান্টের সঙ্গে টকটকে লাল টি-শার্টে বিছানায় মোহময়ী শ্রীলেখা৷ খোলা চুলে রোম্যান্সের উষ্ণতা যেন বহুগুণ বাড়িয়ে তুলেছেন অভিনেত্রী।  

আরও পড়ুন- শরীরে পেসমেকার, অগুনে ঝলসে গিয়েছিল মুখ, বিশ্ব সুন্দরীর মঞ্চে শ্রী সাইনি’র লড়াইকে কুর্নিশ

শ্রীলেখা

ওই ভিডিয়োতে শ্রীলেখাকে প্রকাশ্যে চুম্বন করতেও দেখা গিয়েছে। কিন্তু, কার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে জড়ালেন  শ্রীলেখা? এই উত্তর জানতে মুখিয়ে রয়েছেন নেট পাড়ার বাসিন্দারা৷ আসলে বিছানায় শ্রীলেখার সঙ্গে মাখোমাখো অবস্থায় যিনি ধরা দিয়েছেন, তিনি অভিনেত্রীর সহ অভিনেতা অজিঙ্ক্য। শ্রীলেখার এই রোমান্টিক ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে৷ 


শ্রীলেখার নাম শুনেই বহু পুরুষের রাতের ঘুম উড়ে যায়৷ সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাকটিভ এই টলি অভিনেত্রী৷ ভক্তদের সঙ্গে নিজের সমস্ত কিছুই শেয়ার করেন তিনি৷ তবে এবার তিনি যে ভিডিয়ো শেয়ার করলেন, তা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের৷ আসলে হিন্দি ওয়েব সিরিজের  শুটিংয়ের ফাঁকেই এই ভিডিয়োটি কেরন শ্রীলেখা৷ ওয়েব সিরিজটি হিন্দিতে হলেও, প্রথম শুটিং হয় কলকাতায়৷ তারপর তাঁরা উড়ে যান দার্জিলিংয়ে। ওই ভিডিয়োতে শ্রীলেখার সঙ্গে বিছানায় রোম্যান্সে করতে করতেই তাঁর কপালে চুম্বন করেন অজিঙ্ক্য। তাঁদের এই রোম্যান্স সোশ্যাল মিডিয়ায় হট কেক৷ 


শ্রীলেখা কোন হিন্দি সিরিজে অভিনয় করছেন, তা জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। তবে ওয়েব সিরিজ নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী৷ তবে, ছোট ছবি এবং ছাদ-এর কাজ শেষ হয়ে গিয়েছে৷ এছাড়াও নিজেও একটি ওয়েব সিরিজের গল্প লিখছেন তিনি। সবকিছু ঠিকঠাক হলে ওই ওয়েব সিরিডটি হয়তো পরিচালনা করবেন তিনিই।   


 

Around The Web

Trending News

You May like