‘এখানে আসব বলেই চুলে লাল রং করিয়েছি’, তবে কি বাম শিবিরে নাম লেখাচ্ছেন শ্রীলেখা?

‘এখানে আসব বলেই চুলে লাল রং করিয়েছি’, তবে কি বাম শিবিরে নাম লেখাচ্ছেন শ্রীলেখা?

কলকাতা: ভোটের আগে রাজনীতির রঙ্গমঞ্চে চলছে দল বদলের খেলা৷ দলে দলে নেতারা তৃণমূল ছেড়ে নাম লেখাচ্ছে বিজেপি’তে৷ এই অবস্থায় সকলকে চমক দিয়ে আজ আবার তৃণমূলে যোগ দিলেন একগুচ্ছ তারকা৷ এই রাজনৈতিক উত্তাপের মাঝেই উঠে এল আরও একটি নাম৷ তিনি হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র৷ যাঁকে মঙ্গলবার দেখা গেল বাম মঞ্চে৷ চুলের রং লাল৷ যা যথেষ্ট ইঙ্গিতবাহী বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা৷

আরও পড়ুন-  বেশি পরিমাণে ভ্যাকসিন কেনার আবেদন, মোদীকে চিঠি মমতার

এর আগে বহুবার রাজনীতি নিয়ে প্রশ্ন করা হয়েছে শ্রীলেখাকে৷ কবে যোগ দেবেন সক্রিয় রাজনীতিতে? জানতে চাওয়া হয়েছে তাঁর কাছে৷ এর জবাবে বরাবরই স্পষ্ট ভাষায় নিজেকে বাম সমর্থক বলে উল্লেখ করেছেন তিনি৷ সেই সঙ্গে এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি এখনই সক্রিয় রাজনীতিতে আসতে চান না৷ কিন্তু মঙ্গলবার তিনি ধরা দিলেন বাম মঞ্চে৷ শুধু তাই নয়, তাঁর চুলে দেখা গেল লালের ছোঁয়া৷ এ বিষয়ে তাঁর অকপট স্বীকারোক্তি, ‘‘এখানে আসব বলেই চুলে লাল রং করিয়েছি৷ সবুজ-গেরুয়া করব না৷ ভয় নেই৷’’ তবে কি এবার সক্রিয় ভাবে রাজনীতির সঙ্গে জুড়তে চলেছেন শ্রীলেখা মিত্র? উঠেছে প্রশ্ন৷ 

ইন্ডাস্ট্রিতে বরাবরই স্পষ্টবাদী বলে পরিচিত তিনি৷ এর আগে বোমা ফাটিয়েছেন স্বজন পোষণের বিরুদ্ধে মুখ খুলে৷ লুকোচাপা করেননি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও৷ তেমনই বামেদের প্রতি সমর্থন নিয়েও তিনি বরাবরই অকপট থেকেছেন৷ আমন্ত্রণ পেয়ে ছুটে গিয়েছেন বামেদের বিনা বেতনে টিউটোরিয়াল সেন্টার উদ্বোধনী মঞ্চে কিংবা রক্তদান শিবির কেন্দ্রে৷ তবে এর আগে এভাবে নিজেকে লাল রং-এর ছোঁয়া দেননি৷ এদিন নিজের ভিডিয়ো পোস্ট করার সঙ্গে সঙ্গে শ্রীলেখা এটাও লিখেছেন, ‘‘ভোট ফর দা লেফট’’৷ যা নজর কেড়েছে নেট নাগরিকদের৷ 

এর আগে শ্রীলেখা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, শিক্ষিত মনস্ক লেফট ফ্রন্টের সঙ্গেই তাঁর মানসিকতার মিল রয়েছে৷ তাই তৃণমূল বা বিজেপি থেকে ডাক পেলেও, তিনি দল বদল করেননি৷ সেই সঙ্গে এটাও স্পষ্ট করে দিয়েছিলেন যে, এক সঙ্গে দুটি পেশায় থাকা তাঁর পক্ষে সম্ভব নয়৷ হয় অভিনয় করবেন, নয় রাজনীতি৷ তবে অভিনয় জগতে এখনও অনেক কাজ বাকি আছে তাঁর৷ তাই এখনই প্রত্যক্ষ রাজনীতি নয়৷ 

আরও পড়ুন-  ‘এবার ভোটে খেলা হবে তো?’ স্লোগান তুললেন খোদ মমতা

যদিও এর আগেও তাঁর রাজনীতি যোগ নিয়ে নানা গুজব ছড়িয়েছে৷ বামেরা তাঁকে টিকিট দিয়েছে বলেও জানা গিয়েছিল৷ যদিও সময়ের সঙ্গে সঙ্গে সে সব মিথ্যে প্রমাণিত হয়৷ তবে একুশের নির্বাচনের আগে যে ঢেউ উঠেছে, শ্রীলেখা তাতে গা ভাসাবেন কিনা, সেটা সময়ই বলবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *