চুপি চুপি বিয়ের পিঁড়িতে বসলেন শ্রাবন্তী…

কলকাতা: টলিপাড়ায় গুঞ্জন ছড়িয়ে ছিল অনেকদিন আগেই। গুজব সত্যি প্রমান করে ফের একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী শ্রাবন্তী। পাত্রের নাম রোশন সিং। পেশায় তিনি কেবিন ক্রু। শুক্রবার ৪ বৈশাখ সকালেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে শ্রাবন্তী ও রোশনের ছবি। রোশনের দেশের বাড়ি চন্ডীগড়ে বসেছে বিয়ের আসর। দু দিন আগেই সেখানে পৌঁছে গেছে শ্রাবন্তীর পরিবার। তৃতীয়

চুপি চুপি বিয়ের পিঁড়িতে বসলেন শ্রাবন্তী…

কলকাতা: টলিপাড়ায় গুঞ্জন ছড়িয়ে ছিল অনেকদিন আগেই। গুজব সত্যি প্রমান করে ফের একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী শ্রাবন্তী। পাত্রের নাম রোশন সিং। পেশায় তিনি কেবিন ক্রু। শুক্রবার ৪ বৈশাখ সকালেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে শ্রাবন্তী ও রোশনের ছবি।

রোশনের দেশের বাড়ি চন্ডীগড়ে বসেছে বিয়ের আসর। দু দিন আগেই সেখানে পৌঁছে গেছে শ্রাবন্তীর পরিবার। তৃতীয় বিয়ের বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি শ্রাবন্তী। কিছুটা দীপ-বীর বা বিরাট-অনুষ্কার স্টাইলে বিয়ে করতে চাইছেন শ্রাবন্তী এমনটাই জল্পনা শুরু হয়েছিল তার পরিচিত মহলে।

চন্ডীগড় থেকে বিয়ে সেরে শহরে ফিরে রিসেপশন পার্টি দেবেন শ্রাবন্তী এমনটাই সূত্রের খবর। তবে অনেকের মতে শুক্রবারে বাগদানের অনুষ্ঠান হবে চন্ডীগড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে শ্রাবন্তী এবং রোশনের গলায় রয়েছে মালা, কপালে তিলক।

তবে গোপন সূত্রে অনেকেই জানতেন তৃতীয়বারের জন্য প্রেমে পড়েছেন শ্রাবন্তী বিমান সংস্থার কেবিন ক্রু রোশন সিং-এর। বর্তমানে পার্ক সার্কাস এলাকায় থাকতেন রোশন। পারিবারিক পরিচিতি থেকে আলাপ হয় রোশন শ্রাবন্তীর। শ্রাবন্তীর ছেলে ঝিনুকেরও পছন্দ রোশনকে। বেশি দেরি না করে তাই এবার চারহাত এক করে নিলেন শ্রাবন্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =