Aajbikel

শ্রাবন্তীর জীবনে নতুন সঙ্গীর আগমন! নিজেই আদুরে ছবি শেয়ার করলেন নায়িকা

 | 
শ্রাবন্তী

কলকাতা: পরনে তখনও রাতপোশাক। চোখে জড়ানো ঘুম৷ চোখ মেলেই তিনি যে ছবিটি তুলেছেন, তা তাঁর ইনস্টাগ্রাম পোস্টেই স্পষ্ট। আদুরে মেজাজে ধরা দিলেন টলিপাড়ার মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

আপাতত বেশ খোশ মেজাজেই আছেন নায়িকা৷ তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায়  উঁকি দিলে দেখা যায় কখনও তিনি বিদেশে ঘুরতে যাচ্ছেন, কখনও আবার প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে বৃহস্পতিবারের পোস্টে ছিল চমক৷ এমনটা হয়তো অনেকেই ভাবতে পারেনি৷ শ্রাবন্তীর জীবনে এল নতুন সদস্য৷ কিছুটা বড় হল চট্টোপাধ্যায় পরিবার৷ নতুন সদস্যের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন নায়িকা নিজেই। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই রাখঢাক করে চলেন শ্রাবন্তী। তবে নতুন সদস্যকে পেয়ে তিনি বেজায় খুশি৷ সেই আনন্দ ভাগ না করে পারলেন না৷ 

আসলে পোষ্যপ্রেমী শ্রাবন্তীর বাড়িতে এসেছে নতুন সারমেয়৷ বাড়িতে বাকি তিন পোষ্যের সঙ্গে যুক্ত হল সেও। নায়িকার কোলে খুদে সদস্যকে দেখে বেশ আপ্লুত ইন্ডাস্ট্রির সহকর্মীরা। মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় অনেকেই শ্রাবন্তীর পোস্টে কমেন্ট করেছেন। আদুরে ছবি পোস্ট করে শ্রাবন্তী লিখেছেন, “আমার রূপকথার গল্পের পরিবারে তোমায় স্বাগত।” 

Around The Web

Trending News

You May like