অবশেষে ‘সম্মতি’, বলিউডে তৈরি হচ্ছে মহারাজের বায়োপিক, নাম ভূমিকায় কোন অভিনেতা?

অবশেষে ‘সম্মতি’, বলিউডে তৈরি হচ্ছে মহারাজের বায়োপিক, নাম ভূমিকায় কোন অভিনেতা?

কলকাতা:  বাইশ গজের তারকাদের নিয়ে  বলিউডে বায়োপিক বরাবরই ফেমাস৷ মহেন্দ্র সিং ধোনির বায়োপিক বলিউডে মাইলস্টোন তৈরি করেছে৷ কিন্তু এতদিন নিজের বায়োপিকে সম্মতি ছিল না ভারতের প্রাক্তন অধিনায়কের৷ অবশেষে রাজি হলেন মহারাজ৷ সম্মতি জানালেন তিনি৷ জানা গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিগ বাজেটের বায়োপিক তৈরি হবে হিন্দিতে৷ শোবিজের দুনিয়ার অন্যতম বড় ব্র্যান্ড ভায়াকম (Viacom)-এর ব্যানারে তৈরি হবে মাহারাজের বায়োপিক৷ বাজেট প্রায় ২০০ থেকে ২৫০ কোটি৷ ইতিমধ্যে অনেকটাই এগিয়ে গিয়েছে বায়োপিকের কাজ৷ 

আরও পড়ুন- মোটা হওয়া নিয়ে কটূক্তির জবাব দিলেন দিলেন শুভশ্রী

নিউজ ১৮-কে সৌরভ জানিয়েছেন, তিনি নিজের বায়োপিকের জন্য সম্মতি জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘হ্যাঁ আমি সম্মতি জানিয়েছি৷ হিন্দিতে এই বায়োপিক হবে৷ এখনই পরিচালকের নাম বলা সম্ভব নয়৷ সব কিছু ঠিক হতে আরও কিছুদিন সময় লাগবে৷’ বায়োপিকের জন্য সৌরভের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে প্রোডাকশন হাইসের৷ শুরু হয়েছে স্ক্রিপ্ট লেখার কাজও৷ কিন্তু প্রশ্ন হল সেলুলয়েডে সৌরভের চরিত্রকে ফুটিয়ে তুলবেন কে? তা নিয়েও বেশ জল্পনা রয়েছে৷ তবে জানা যাচ্ছে রুপোলি পর্দায় সৌরভের গোটা জার্নিটা তুলে ধরতে পারেন রণবীর কাপুর৷ তাঁর নাম প্রায় চূড়ান্ত৷ তবে তালিকায় আরও দু’জনের নাম রয়েছে৷ জানা গিয়েছে বায়োপিকে বিসিসিআই-এর প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত সৌরভের সফর তুলে ধরা হবে৷  

প্রসঙ্গত, এর আগেও সৌরভের বায়োপিক নিয়ে জল্পনা হয়েছে৷ কিন্তু প্রতিবারেই তা খারিজ করে দিয়েছেন মহারাজ৷ এবার নিজে সম্মতি জানালেন৷ আপাতত প্রি-প্রাডাকশনের কাজ চলছে৷ কাজ শেষ হলেই শুরু হবে শ্যুটিং৷ এর আগে একতা কাপুর সৌরভের বায়োপির করতে চেয়েছিলেন৷ ফক্স-এর মতো  প্রোডাকশন হাউজ ছিল৷ কিন্তু সৌরভ মানা করে দিয়েছিলেন৷ 

আরও পড়ুন- ‘হিরোইন’ হতে নগ্ন বেবো! সঙ্গমের দৃশ্যে বিতর্কের ঝড়

বলিউডে ধোনিকে নিয়ে ইতিমধ্যেই বায়োপিক হয়েছে৷ যা সুপারহিট হয়৷ বায়োপিক হয়েছে আজহারউদ্দিনকে নিয়ে৷ শচীনকে নিয়েও সিনেমা হয়েছে৷ ১৯৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে নিয়ে সিনেমা তৈরি হচ্ছে৷ যেখানে নাম ভূমিকায় রয়েছেন রণবীর সিং৷ এবারং সেই তালিকায় ঢুকে পড়লেন ‘দাদা’৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 6 =