কলকাতা: পরিস্থিতি প্রায় হাতের বাইরে বেরিয়ে যেতে বসেছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন যা তাতে অলৌলিক কিছু হওয়ার অপেক্ষায় প্রহর গুণছেন চিকিৎসকরা। গত ২৪ ঘণ্টায় তাঁর শারীরিক পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। অঙ্গপ্রত্যঙ্গ সচল রাখার জন্য অভিনেতাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, গত ৪০ দিন ধরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি উন্নতি করার চেষ্টা চালাচ্ছেন তাঁরা। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। শনিবারও তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। তিনি বলেন, সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে এখন অলৌকিক হওয়ার উপরেই ভরসা রাখছেন তাঁরা। সৌমিত্রর পরিবারের সদস্যদের হাসপাতালে আসার জন্য বলা হয়েছে বলেও খবর। অভিনেতার ব্রেন ডেথের আশঙ্কা করছেন চিকিৎসকরা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে তাঁর চেতনাস্তর পাঁচে নেমে এসেছে। এই স্তর তিন পর্যন্ত নেমে এলেই ব্রেন ডেথ হয়।
প্রসঙ্গত, বুধবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের ট্র্যাকিওস্টমি করা হয়। তা সফল হয়। বৃহস্পতিবারই তাঁর প্রথম পর্যায়ের প্লাজমাফেরেসিস করা হয়। মনে করা হয়েছিল প্লাজমাফেরেসিসের পর হয়তো তাঁর আচ্ছন্নভাব কেটে যাবে। কেটে যাবে অসংলগ্নতাও। কিন্তু শুক্রবারও তার কোনও উন্নতি হয়নি। এর আগে সৌমিত্র চট্টোপাধ্যারের চেতনাস্তর ৯ থেকে ১০-এর মধ্যে ছিল। হঠাৎ তা নেমে গিয়েছে। তাঁর হৃৎস্পন্দনও স্বাভাবিকের থেকে অনেক বেশি। এছাড়া কিডনির অবস্থাও বেশ খারাপ। ডা. অরিন্দম কর জানিয়েছেন, চিকিৎসক টিমের পক্ষ থেকে ‘বেস্ট পসিবল এফোর্ট’ দেওয়া হয়েছিল। কিন্তু তাতে লাভ হয়নি কিছু। আচমকাই বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। শুক্রবার তাঁর অবস্থা বেশ খারাপ হয়। শনিবারও যার কোনও উন্নতি হয়নি। এখন একমাত্র অলৌকিক কিছু ঘটার অপেক্ষায় রয়েছেন তাঁরা। চিকিৎসকরা জানিয়েছেন সৌমিত্র লড়াই চালিয়ে যাচ্ছেন। অভিনেতার অনুরাগীদের তাঁর সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করতে বলেন চিকিৎসকরা।