শুধু দাপুটে অভিনেতা নন, চিত্রশিল্পীও ছিলেন সৌমিত্র

কলকাতা: সৌমিত্র চট্টোপাধ্যায় মানেই অভিনয়ের মাইলস্টোন। বিভিন্ন চরিত্রে তাঁর অভিনয় দাগ কেটে গিয়েছে মানুষের মনে। কিন্তু শুধু অভিনয় নয়, চিত্রশিল্পী হিসেবেও ঘনিষ্ঠমহলে পরিচিত ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর আঁকার প্রশংসা করেছিলেন সমীর আইচের মতো জনপ্রিয় শিল্পীও।

কলকাতা: সৌমিত্র চট্টোপাধ্যায় মানেই অভিনয়ের মাইলস্টোন। বিভিন্ন চরিত্রে তাঁর অভিনয় দাগ কেটে গিয়েছে মানুষের মনে। কিন্তু শুধু অভিনয় নয়, চিত্রশিল্পী হিসেবেও ঘনিষ্ঠমহলে পরিচিত ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর আঁকার প্রশংসা করেছিলেন সমীর আইচের মতো জনপ্রিয় শিল্পীও।

সৌমিত্র চট্টোপাধ্যায় যে অভিনয়ের পাশাপাশি আবৃত্তি করতেন তা সবাই জানে। সেই সঙ্গে কবিতা, নাটক লেখা চলত। শিল্পের সঙ্গে সময় কাটাতে ভালবাসতেন সৌমিত্র। এর পাশাপাশি চলত ছবি আঁকা। যাঁরা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছের মানুষ ছিলেন, তাঁদের সঙ্গে সেসব শেয়ার করতেন সৌমিত্রবাবু। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি টান ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। ভারত বিখ্যাত চিত্রশিল্পী রবীন মণ্ডল ছিলেন তাঁর অনুপ্রেরণা। হাওড়াতে থাকাকালীন তাঁর প্রভাবেই সৌমিত্র চট্টোপাধ্যের ছবির প্রতি প্রেম। রবীন মণ্ডল প্রয়াত হওয়ার আগে পর্যন্ত তাঁদের মধ্যে যোগাযোগ ছিল।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি নিয়ে একটি প্রদর্শনীও হয়েছিল। ২০১৩ সালে কলকাতায় হয়েছিল সেই প্রদর্শনী। সেই প্রদর্শনীটি মৃণাল সেনের উদ্বোধন করার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। এর পর আমদাবাদ এবং বদোদরায় হয়েছিল সৌমিত্রবাবুর আঁকা ছবির প্রদর্শনী। তবে এই বিষয়টি নিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় বরাবরই ছিলেন একটু চাপা। কখনও কাউকে এই ব্যাপারে জানাতে দিতে চাননি তিনি। নিজের ভাললাগার কাজ নিভৃতে, নিজের মতো করে করে গিয়েছেন তিনি। তাঁর ছবিগুলি দেখেই বোঝা যেত তা বহুদিনের চর্চার ফল। স্বচ্ছ্ব চিন্তাধারা ও অনুশীলনের দুর্দান্ত মিশেল ছিল এই সৌমিত্র চট্টোপাধ্যায়ের আঁকা ছবিগুলি। তবে তিনি কিন্তু কখনও প্রথাগত ভাবে ছবি আঁকা শেখেননি। প্যাশনের তাড়নাতেই তাঁর ছবি আঁকার শুরু হয়েছিল।

সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর ছবিগুলো সংরক্ষণ করতে চেয়েছিলেন। তাঁর সিনেমার মতো এই ছবিগুলোও যাতে পরবর্তী প্রজন্ম দেখতে পারে, তার চেষ্টা করতেন তিনি। আঁকতে যেমন তিনি ভালবাসতেন তেমনই বিভিন্ন শিল্পীর একাধিক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রবাদপ্রতীম এই শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + thirteen =