খুব একটা ভালো নেই সৌমিত্র চট্টোপাধ্যায়, বাড়ছে উদ্বেগ

খুব একটা ভালো নেই সৌমিত্র চট্টোপাধ্যায়, বাড়ছে উদ্বেগ

 

কলকাতা: কোভিড আক্রান্ত হয়ে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়৷ কিন্তু এখনও করোনা মুক্ত হননি তিনি৷ তাঁকে দ্বিতীয়বার প্লাজমা থেরাপি দেওয়ার হয়েছে৷ মেডিক্যাল বোর্ডের নজরদারিতে রয়েছেন অভিনেতা৷ তবে, সমস্ত কিছু দিয়ে চেষ্টা চললেও বর্তমানে খুব একটা ভালো নেই বাংলার প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, জানাল বেলভিউ কর্তৃপক্ষ৷

বেসরকারি হাসাপাতাল বেলভিউয়ের তরফে জানানো হয়েছে, তাঁর স্নায়ু সংক্রান্ত সমস্যার কোন উন্নতি হয়নি৷ এখনও আচ্ছন্ন অবস্থায় রয়েছেন সৌমিত্রবাবু৷ অস্থির অবস্থা এখনও কাটেনি৷ এর আগে সৌমিত্রবাবু শরীরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পেয়েছিল৷ ভালো ছিল এমআরআই রিপোর্ট৷ কিন্তু নতুন করে স্নায়ু সংক্রান্ত সমস্যা বেশ খানিকটা চিন্তায় ফেলেছে চিকিৎসকদের৷

বেসরকারি নার্সিংহোমে তরফে জানানো হয়েছে, খুব একটা ভালো নেই সৌমিত্রবাবু৷ গত ৪৮ ঘণ্টায় তাঁর স্নায়ুর সমস্যার কোনও উন্নতি হয়নি৷ রয়েছে স্নায়ু সমস্যা৷ সঙ্গে রয়েছে আচ্ছন্নভাব৷ চিকিৎসকরা মনে করছেন, পরিস্থিতির উন্নতি না হলে পরবর্তীকালে তাঁকে ভেন্টিলেশনে রাখা হতে পারে৷ উদ্বেগ বাড়িয়েছে সৌমিত্রবাবু নতুন করে জ্বর আসার ঘটনা৷ তবে আশার আলো এই যে, তাঁর অধিকাংশ অঙ্গ-প্রত্যঙ্গ এখনও সচল রয়েছে৷ করোনা সংক্রান্ত কোনও সমস্যা আপাতত দেখা দেয়নি৷ ইতিমধ্যেই তাঁকে ১৫ সদস্যের মেডিক্যাল বোর্ড সর্বক্ষণের জন্য পর্যবেক্ষণ করছেন৷ হাসপাতাল সূত্রে খবর, আজ তাঁর এমআরআই রিপোর্ট ভালো এসেছে৷ তবে, চিকিৎসায় তেমন কোনও সাড়া দিচ্ছেন না তিনি৷ গোটা প্রক্রিয়াটি দেখে পরবর্তী সিদ্ধান্তের নিতে চলেছেন চিকিৎসকরা৷ এর আগে দ্বিতীয়বার প্লাজমা থেরাপি হয় তাঁর৷ গত রাতে ভালো ঘুমও হয়েছে তাঁর৷

মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে কলকাতার বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এনসেফেলোপ্যাথি অভিনেতার মধ্যে তীব্র বিভ্রান্তিকর অবস্থা তৈরি করে৷ তাঁর প্লাজমা থেরাপি প্রক্রিয়ার জন্য শীর্ষ সরকারি চিকিৎসকদের নিয়োগ করা হয়৷ রাজ্যের প্রধান স্নাতকোত্তর হাসপাতাল এসএসকেএম বিভাগের বিভাগীয় বিভাগের শল্যচিকিৎসক ডাঃ মাখনলাল শাহ এবং ডাঃ যোগিরাজ রায় প্লাজমা থেরাপির নেতৃত্ব দেন৷ সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমে আগেই জানিয়েছিলেন, ১৫ জন ডাক্তারদের একটি দল তাঁর বাবার চিকিৎসার দিকটি দেখছেন৷ অভিনেতার রক্তচাপ স্বাভাবিক এবং তাঁর অক্সিজেনের কোনও প্রয়োজন হয়নি৷ সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করার জন্য শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে পৌলমী বলেন, তাঁর বাবার স্বাস্থ্য সম্পর্কে যথাযথ যত্ন নেওয়া হচ্ছে৷ গত বছর আগস্টে শ্বাসকষ্টের সংক্রমণ ও সোডিয়াম-পটাসিয়াম ভারসাম্যহীনতা সহ অন্যান্য বয়সজনিত সমস্যার পরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন৷ তিনি ২০১৯ সালের ২১ আগস্ট হাসপাতাল থেকে মুক্তি পেয়েছিলেন৷ গত সপ্তাহে করোনা পরীক্ষায় পজিটিভ হয়ে ফের ভর্তি রয়েছেন তিনি৷ সম্প্রতি, একটি ডকুমেন্টারি শ্যুটিং করছিলেন৷ অক্টোবরে একটি স্টুডিওতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − fourteen =