কলকাতা: পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বেলভিউ হাসপাতালেই চিকিৎসা চলছে তাঁর চিকিৎসা। সোমবার রাজ্য সরকারের তরফ থেকে চিকিৎসকদের একটি দল তাঁকে দেখতে আসে। এর পরই সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা দেখে সিদ্ধান্ত হয় বুধবার ট্র্যাকিওস্টমি করা হবে অভিনেতাকে। এর জন্য ইতিমধ্যেই অভিনেততার পরিবারের থেকেও অনুমোতি নেওয়া হয়েছে।
বুধবার ট্র্যাকিওস্টমির পর থেকে অভিনেতার স্বাস্থ্যে উন্নতি হবে বলে মনে করছেন চিকিৎসকরা। এর ফলে অভিনেতার ফুসফুসে বেশি অক্সিজেন সরবরাহ হতে পারে। এছাড়া অভিনেতার প্লাজমাফেরেসিস হবে বলেও খবর। বেলভিউ হাসপাতালের পক্ষ থেকে সোমবার রাতে জানানো হয়েছে, তিন দিন আগে অভিনেতার শারীরিক অবস্থার থেকে এখন খুব একা উন্নতি হয়নি। তাঁর অবচেতন ভাব কাটলেও বেশিক্ষণের জন্য স্থায়ী হচ্ছে না। এও জানানো হয়েছে অভিনেতার ফের ইইজি করা হবে।
প্রায় একমাস হয়ে গেল দক্ষিণ কলকাতার বেলভিউ নার্সিংহোমে চিকিৎসা চলছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। কিন্তু এখনও আশার কথা শোনাতে পারেননি চিকিৎসকরা। মাঝে মাঝে চিকিৎসায় সাড়া দিলেও শারীরিক অবস্থার উল্লেখোগ্য কোনও উন্নতি হচ্ছে না। আর সেটাই ভাবাচ্ছে চিকিৎসকদের। পরিস্থিতি ডানতে তাঁর অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। এমনকী রক্তও দিতে হয়েছিল তাঁকে। কিন্তু রক্তে প্লেটলেট এখন স্বাভাবিক। ফুসফুস সহ শরীরের অন্যান্য সংক্রমণ কমেছে। কিন্তু কোভিডের ধাক্কায় তৈরি হওয়া স্নায়ুর সমস্যা কাটতে চাইছে না। এর জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। অক্সিজেনও আগের মতোই দিতে হচ্ছে। সার্বিকভাবে আশার আলো খুব একটা শোনাতে পারছেন না চিকিৎসকরা। তাঁর নিউরোলজিক্যাল সমস্যার কারণেই শরীর সাড়া দিচ্ছে না। কো-মর্বিডিটি নিয়ে তাই অভিনেতা কতটা লড়তে পারবেন, তা নিয়ে অনুরাগীমহলে তৈরি হয়েছে আশঙ্কা। চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, কো-মর্বিডিটির সমস্যাই থাকায় সৌমিত্রর শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বরং তা মাঝেমধ্যেই খারাপ হচ্ছে। এখনও তিনি ভেন্টিলেশনেই রয়েছেন। কিডনির সমস্যা রয়েছে। তবে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে। কিন্তু সংকট এখনও কাটেনি।