কৃষক বিক্ষোভ নিয়ে ছবি তৈরি হচ্ছে বলিউডে, মুখ্য চরিত্রে সোনু সুদ

মুম্বই: কৃষক আন্দোলনের কথা এবার উঠে আসবে বড়পর্দায়। ছবিটি পরিচালনা করবেন ই নিবাস। ছবির নাম ‘কিষাণ’। মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন সোনু সুদ। ছবিটি প্রযোজনা করেছেন ‘ড্রিম গার্ল’ ছবির পরিচালক রাজ শাণ্ডিল্য। চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ সোমবার টুইট করে এই খবর জানিয়েছেন। সোনুও সেটি রিটুইট করেন।

d9609449d0d58966674f04010456f59e

 

মুম্বই: কৃষক আন্দোলনের কথা এবার উঠে আসবে বড়পর্দায়। ছবিটি পরিচালনা করবেন ই নিবাস। ছবির নাম ‘কিষাণ’। মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন সোনু সুদ। ছবিটি প্রযোজনা করেছেন ‘ড্রিম গার্ল’ ছবির পরিচালক রাজ শাণ্ডিল্য। চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ সোমবার টুইট করে এই খবর জানিয়েছেন। সোনুও সেটি রিটুইট করেন।

ছবিতে সোনু সুদ ছাড়া আর কে কে অভিনয় করবেন, তা এখনও জানা যায়নি। তবে তা শীঘ্রই জানানো হবে বলে খবর। দেশের বর্তমান সমস্যা নিয়ে ছবি তৈরি হওয়ার নিদর্শন বলিউডে রয়েছে হাতে গোনা। তাই এই ছবি তৈরির খবর ছড়িয়ে পড়তেই অভিনন্দন জানিয়েছেন অমিতাভ বচ্চন। টুইটারে তিনি শ্রীনিবাস ও সোনু দু’জনকেই অভিনন্দন জানিয়েছেন। উত্তরে সোনু বিগ বিকে লেখেন, ‘‘ধন্যবাদ স্যার।’’

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসেই সোনু সুদের এই মহান কর্মকাণ্ডকে কুর্নিশ জানিয়েছে রাষ্ট্রসংঘ। তাঁকে রাষ্ট্রসংঘের শাখা সংগঠন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের তরফে পুরস্কৃতও করা হয়েছে। এসডিজি(সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল) স্পেশাল হিউম্যানিটারিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য তিনি তাঁর অনেক সম্পত্তি বন্ধক রেখেছেন অভিনেতা। শোনা গিয়েছে, জুহুর শিব সাগর এলাকার CGHS-এর গ্রাউন্ড ফ্লোরে ছ’টি ফ্লোর কিনেছিলেন সোনু সুদ। এছাড়া গ্রাউন্ড ফ্লোরে দু’টি দোকানেরও মালিকানা রয়েছে সোনুর হাতে। এসবই বন্ধক রয়েছেন তিনি। শুধু নিজের সম্পত্তি নয়। নিজের স্ত্রীর একাধিক সম্পত্তিও বন্ধক রেখেছেন তিনি। ইসকন মন্দিরের কাছে এবি নায়ার রোডে কিছু সম্পত্তি রয়েছে সোনু সুদ ও তাঁর স্ত্রী সোনালির। পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে সেগুলিও বন্ধক রাখেন সোনু। এসব বন্ধক রেখে অভিনেতা পান ১০ কোটি টাকা। সেটি তিনি পরিযায়ী শ্রমিকদের জন্য কাজে লাগান। ঋণের এই টাকার জন্য ২৪ নভেম্বর ৫ লক্ষ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দেন সোনু। গোটা ঘটনাটাই গোপন রাখতে চেয়েছিলেন সোনু সুদ। কিন্তু রেজিস্ট্রেশনের সময় এই খবর প্রকাশ্যে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *