কৃষি বিক্ষোভকে সমর্থন সোনু সুদের, টুইট করে জানালেন প্রতিক্রিয়া

মুম্বই: লকডাউনের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়েছিলেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের বাড়ি ফিরিয়ে দিয়ে নজির গড়েছিলেন সোনু সুদ। এবার কৃষকদের পাশে দাঁড়ালেন অভিনেতা। বৃহস্পতিবার তিনি টুইটারে লিখেছেন, “কৃষকরা আমার ভগবান।”

d9609449d0d58966674f04010456f59e

 

মুম্বই: লকডাউনের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়েছিলেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের বাড়ি ফিরিয়ে দিয়ে নজির গড়েছিলেন সোনু সুদ। এবার কৃষকদের পাশে দাঁড়ালেন অভিনেতা। বৃহস্পতিবার তিনি টুইটারে লিখেছেন, “কৃষকরা আমার ভগবান।”

বৃহস্পতিবার সন্ধ্যায় থেকে প্রায় ২০০ লোকের একটি দলকে বাধা দেয় হরিয়ানা পুলিশ। এরপর পানিপথ টোলপ্লাজার সামনে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারী কৃষকরা। ব্যারিকেডের পিছনে পুলিশ অপেক্ষা করছিল। তাদের সঙ্গে ছিল জল কামান এবং বিক্ষোভ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় অস্ত্র। রাত ন’টার দিকে, অন্ধকারের মধ্যে বোঝাই যায় যে কৃষকরা রাতের জন্য বিক্ষোভ বন্ধ করার কোনও উদ্যোগ নিচ্ছে না। তবে তাঁদের এগিয়ে যাওয়াও সহজ ছিল না। ব্যারিকেডটি এমনভাবে উঁচু করা হয়েছিল যাতে অন্য দিক থেকে যে কেউ ব্যারিকেডে পৌঁছাতে অসুবিধায় পড়ে। কৃষকদের এই দলটি পঞ্জাবের। দিল্লি পুলিশের হুঁশিয়ারিকে পাত্তা না দিয়েই দিল্লির দিকে আসছেন তাঁরা। কোনওভাবেই তাঁদের আটকানো যায়নি।

কৃষকদের মতে, কেন্দ্রের তিনটি কৃষি আইন বাতিল করা তাঁদের ক্ষেত্রে আরও বড় চ্যালেঞ্জের। কারণ তাঁদের মতে এটি তাঁদের জীবিকার পক্ষে হুমকিস্বরূপ। প্রায় তিন মাস ধরে, পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা আইনগুলির বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছেন। কেন্দ্র বলেছে যে কৃষকরা এই আইনে লাভবান হবেন এবং দেশের যে কোনও জায়গায় পণ্য বিক্রি করার অনুমতি এক্ষেত্রে দেওয়া হয়েছে। কৃষিক্ষেত্র সংস্কারের সূচনা করেছে কেন্দ্র। কিন্তু কৃষকরা তা মানতে নারাজ। কৃষক এবং বিরোধী দলগুলি দাবি করে যে আইনগুলি সরকার গ্যারান্টিযুক্ত দামে শস্য কেনার ব্যবস্থা বন্ধ করে দিতে পারে, যার ফলে তারা বড় কর্পোরেশনগুলোর করুণার পাত্র হয়ে উঠবে। এরই মধ্যে বলিউড অভিনেতা সোনু সুদ কৃষকদের সমর্থন জানিয়ে টুইট করলেন। বৃহস্পতিবার টুইটারে তিনি লিখেছেন, “কৃষকরা আমার ভগবান।”

এদিকে কৃষকদের অভিযানকে কেন্দ্র করে পঞ্জাব ও হরিয়ানার মুখ্যমন্ত্রীর মধ্যে চাপানউতোর চলছে। এই ইস্যুতে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টরকে একহাত নেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। বলেন, কৃষকদের যে ভাবে থামানো হয়েছে, তা অগণতান্ত্রিক ও সংবিধান বিরোধী। কেন্দ্রের এই কৃষি বিলের বাতিলের দাবিতে অল ইন্ডিয়া কিষান সংঘ কোঅর্ডিনেশন কমিটি, রাষ্ট্রীয় কিষান মহাসংঘ, ভারতীয় কিষান ইউনিয়নের একাধিক শাখা মিলিতভাবে বিক্ষোভ করছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *