সম্পত্তি বন্ধক রেখে পরিযায়ী শ্রমিকদের সাহায্য, সোনু সুদকে কুর্নিশ

লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের সাহায্য করতে এগিয়ে এসেছিলেন অভিনেতা সোনু সুদ। বহু মানুষকে বাড়ি পৌঁছে দিয়েছেন তিনি। বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বাস, বিমান, কীই না ভাড়া করেছিলেন তিনি। তার শুভেচ্ছাও সোনু সুদকে সবাই জানিয়েছেন প্রাণভরে। এ বছর দুর্গাপুজোয় কলকাতার একটি প্যান্ডেলে সোনুর এই সব মহৎ কাজ তুলে ধরা হয়েছে। কিন্তু সোনু কীভাবে এই কাজ করলেন তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছে। এত টাকা সোনু পেলেন কোথায়?

মুম্বই: লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের সাহায্য করতে এগিয়ে এসেছিলেন অভিনেতা সোনু সুদ। বহু মানুষকে বাড়ি পৌঁছে দিয়েছেন তিনি। বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বাস, বিমান, কীই না ভাড়া করেছিলেন তিনি। তার শুভেচ্ছাও সোনু সুদকে সবাই জানিয়েছেন প্রাণভরে। এ বছর দুর্গাপুজোয় কলকাতার একটি প্যান্ডেলে সোনুর এই সব মহৎ কাজ তুলে ধরা হয়েছে। কিন্তু সোনু কীভাবে এই কাজ করলেন তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছে। এত টাকা সোনু পেলেন কোথায়?

সত্যিই তো। একবার বাস ভাড়া করা এক জিনিস। কিন্তু বারবার বাস ভাড়া করা, ট্রেনে পরিযায়ীদের জন্য বন্দোবস্ত করা, আর সর্বোপরি চার্টার্ড ফ্লাইট ভাড়া করা তো মুখের কথা নয়। তার জন্য অনেক টাকার দরকার। সোনু কীভাবে জোগাড় করলেন এত টাকা? অনেকেই বলেছেন সোনু সুদ তাঁর জীবনের সমস্ত আয় ঢেলে দিয়েছেন এর উপর। কথাটা একদিক দিয়ে নেহাত মিথ্যে নয়। সমস্ত আয় তিনি ব্যয় না করলেও বেশিরভাগটাই বন্ধক রাখতে হয়েছে তাঁকে। পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য তিনি তাঁর অনেক সম্পত্তি বন্ধক রেখেছেন অভিনেতা। শোনা গিয়েছে, জুহুর শিব সাগর এলাকার CGHS-এর গ্রাউন্ড ফ্লোরে ছ’টি ফ্লোর কিনেছিলেন সোনু সুদ। এছাড়া গ্রাউন্ড ফ্লোরে দু’টি দোকানেরও মালিকানা রয়েছে সোনুর হাতে। এসবই বন্ধক রয়েছেন তিনি।

শুধু নিজের সম্পত্তি নয়। নিজের স্ত্রীর একাধিক সম্পত্তিও বন্ধক রেখেছেন তিনি। ইসকন মন্দিরের কাছে এবি নায়ার রোডে কিছু সম্পত্তি রয়েছে সোনু সুদ ও তাঁর স্ত্রী সোনালির। পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে সেগুলিও বন্ধক রাখেন সোনু। এসব বন্ধক রেখে অভিনেতা পান ১০ কোটি টাকা। সেটি তিনি পরিযায়ী শ্রমিকদের জন্য কাজে লাগান। ঋণের এই টাকার জন্য ২৪ নভেম্বর ৫ লক্ষ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দেন সোনু। গোটা ঘটনাটাই গোপন রাখতে চেয়েছিলেন সোনু সুদ। কিন্তু রেজিস্ট্রেশনের সময় এই খবর প্রকাশ্যে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *