সপরিবারে করোনা আক্রান্ত সোনু, দ্বিতীয় বার কোভিডের কোপে রাজ-শুভশ্রী, পজেটিভ সানা

সপরিবারে করোনা আক্রান্ত সোনু, দ্বিতীয় বার কোভিডের কোপে রাজ-শুভশ্রী, পজেটিভ সানা

কলকাতা: ফের করোনার থাবা বোলাহার লাল বাড়িতে৷ বাবার পর মেয়ে৷ এবার করোনা পজেটিভ সৌরভ কন্যা সানা গঙ্গোপাধ্যায়৷ আজই করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে তাঁর৷ 

আরও পড়ুন- সাংসদ শান্তনু ঠাকুরের পর হিরণ, দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন তারকা বিধায়ক

ডবল ডোজ নেওয়া সত্ত্বেও করোনা আক্রান্ত হয়েছেন সানা৷ গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছোট কাকা, খুরতুতো ভাই ও ভ্রাতৃবধূ করোনা আক্রান্ত হয়েছিলেন৷ গতকালের পর ফের করোনার হানা বেহালার বীরেনরায় রোডের বাড়িতে৷ করোনা আক্রান্ত হলেন সানা৷ তবে মৃদু উপসর্গ থাকায় হোম আইসোলেশনেই রয়েছেন সৌরভ-কন্যা৷ চিকিৎসক সপ্তর্ষি বাসুর পরামর্শে তাঁর চিকিৎসা চলছে৷ সানার হালকা জ্বর রয়েছে বলে জানা গিয়েছে৷ তাঁর শারীরিক অবস্থা গুরুতর নয় বলেই খবর৷

এদিকে ডবল ডোজ নেওয়ার পরেও আক্রান্ত হয়েছেন রাজ ও শুভশ্রী চক্রবর্তী৷ নিজেই আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন রাজ৷ অন্যদিকে, করোনা থাবা বসিয়েছে সোনু নিগমের পরিবারেও৷ সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন সোনু৷ 

মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় রাজ লেখান, “শুভশ্রী আর আমি কোভিড পজিটিভ। আপাতত আমরা হোম কোয়ারেন্টাইনেই রয়েছি। সকলে সাবধানে থাকুন। মাস্ক পরুন এবং কোভিড প্রোটোকল মেনে চলুন।”  প্রসঙ্গত, এর আগেও পৃথক পৃথক সময়ে করোনা আক্রান্ত হয়েছিলেন রাজ ও শুভশ্রী৷ ছোট্ট ইউভানের থেকে বেশ কিছুদিন আলাদা থাকতে হয়েছিল তাঁদের। নতুন করে রাজ-শুভশ্রীর কোভিড আক্রান্ত হওয়ার খবরে তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগী৷ 

এদিকে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সোনু নিগম জানান, তিনি করোনা আক্রান্ত৷ একটি রিয়ালিটি শোয়ের শুটিং করতে গিয়ে কোভিড পরীক্ষা করান তিনি। রিপোর্ট পজিটিভ আসে। তারপরেও একাধিকবার পরীক্ষা করেও দেখা যায় রিপোর্ট পজেটিভ এসেছে। তাই আপাতত দুবাইয়ের বাড়িতে আইসোলেশনে রয়েছেন গায়ক। পাশাপাশি কোভিড আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী মধুরিমা এবং ছেলে নিভানও। এই ক’দিন যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের কাছে ক্ষমা চেয়ে কোভিড টেস্ট করিয়ে নেওয়ার অনুরোধ করেছেন সোনু৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − fourteen =