মুম্বই: নুষ্কা শর্মাকে ধন্যবাদ দিলেন সোনা মহাপাত্র। বলিউডে পিতৃতন্ত্রকে আঘাত হেনে করা টুইটে তিনি অনুষ্কা শর্মা মহিলা পরিচালকদের সুযোগ দেওয়ার বিষটিকে তুলে ধরে পাশাপাশি পিতৃতন্ত্রকে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সমূলে উচ্ছেদ করার আটটি প্রস্তাব দেন এই গায়িকা। তিনি চান এই প্রস্তাবগুলির বাস্তব রূপায়ন হোক। এই তালিকায় রয়েছে মহিলা অভিনেতাদের সমান পারিশ্রমিক এবং মহিলা পরিচালকদের উৎসাহ দান।
হলিউডের অভিনেত্রী কেট উইন্সলেটের ভ্যানিটি ফেয়ারকে দেওয়া বিস্ফোরক সাক্ষাৎকারের পরেই সোনার এই প্রস্তাবের তালিকা সামনে এল। ড্রাগ কাণ্ডে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে ধৃত অভিনেত্রী রিয়া চক্রবর্তীর স্ম্যাশ দ্য প্যাট্রিয়ার্কির পাশাপাশি সোনা টুইটারকে এই প্রস্তাব রূপায়নের সঠিক দিশা দেখান।
সোনা নিজের টুইটে বলিউড ও ভারতকে আহ্বান জানিয়ে লেখেন এখনই এই জিনিসটা সঠিকভাবে করে ফেলি চলো, তোমার সেরা অভিনেত্রীদের সেরা অভিনেতাদের মত পারিশ্রমিক দাও, যথেষ্ট পরিমানে উপযুক্ত চরিত্র সৃষ্টি করো, একক সঙ্গীতে তাদের নাও। এরপর স্ম্যাশ দ্য প্যাট্রিয়ার্কি হ্যাশট্যাগ দিয়ে তিনি এটি পোস্ট করেন। একের পর এক প্রস্তাব তিনি এরপর লিখতে থাকেন।
বলিউডের অভিনেতাদের বয়স নিয়ে কটাক্ষ করে সোনা লেখেন, অন্তত তাদের বিরুদ্ধে একবার বলুন যারা বছরের পর বছর সুপারস্টার, পুরুষতন্ত্রের ধ্বজাধারী, অন্যকে পীড়ন করে সুখ পায়, মহিলাদের অধিকার দিনের পর দিন খর্ব করে। তার বদলে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকাররা ঝাঁপিয়ে পড়ে তাদের জন্য বেশ আদর্শবান সিনেমা তৈরী করতে। অভিনেত্রীরা তাদের সঙ্গে কাজ করতে ঝুঁকে পড়েন।
তিনি বলেন ফিল্ম টেকনিশিয়ানদের নেওয়ার ক্ষেত্রে একটু বেশি ভাবা উচিত। মহিলা ডিওপি মানেই শক্তিশালী নন এবং বড় বাজেটের ফিল্ম শুট করতে পারবেন না এটা ধরে নেবেন না। কারণ বেশ কিছু অসাধারণ সিনেমা মেয়েরাই শুট করেছেন, এরপর তিনি অ্যালেন কুরাসের নাম করেন। তিনি বলেন নিজের ১০০টি গানের মধ্যে মহিলাদের দিয়ে মাত্র ৮/৯টি গাওয়ানো বন্ধ করা উচিত। মহিলাদের একক গান কেবলমাত্র রেপ্রাইজ ভার্সনে পাওয়া যায় এবং কখনই তা প্রোমোট করা হয় না।
মহিলাদের প্রতি লিঙ্গভেদ, পক্ষপাতিত্বপূর্ণ ব্যবহার করা হয়। একজনও অভিনেতা অভিনেত্রী মি টুর সমর্থনে গলা তোলেন না। সবসময় সবাই অন্যের দিকে তাকিয়ে থাকেন। মহিলা পরিচালকদের উৎসাহ দিয়ে সোনা নিজের টুইটে লেখেন বড় বাজেটের ছবির দায়িত্ব মহিলা পরিচালকদের দিন, এই ইগো থেকে বেরোন যে মহিলার পরিচালনায় ছবি বানানো নরক দর্শনের সমান। অনুষ্কা শর্মাকে তিনি ধন্যবাদ দেন মহিলা পরিচালকদের সামনে আনার জন্য।