‘ব্যক্তিগত ফায়দা তোলার চেষ্টা করছেন’, কঙ্গনাকে একহাত নিলেন সোনা

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে প্রতিবাদে গর্জে উঠেছেন কঙ্গনা রানাউত। তাঁর অভিযোগ বলিউডের কয়েকজন তাবড় ব্যক্তিত্বের জন্যই আত্মহননের পথ বেছে নিয়েছেন সুশান্ত। এরপর যখন সুশান্তের মামলার ড্রাগ চক্রের কথা সামনে এলো, তখন মুখ খোলেন কঙ্গনা রানাউত। ফাঁস করেন বলিউডের বেশিরভাগ সেলেবই ড্রাগ নেন। এরপর উর্মিলাকে আক্রমণ করার সময় যখন তিনি রাজনৈতিক দলের প্রসঙ্গ তোলেন, তখন নেটিজেনরা সরে যান কঙ্গনার পাশ থেকে। আর এখন তো তাঁদের পাশাপাশি কঙ্গনাকে আক্রমণ করতে ছাড়েননি সোনা মহাপাত্রও।

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে প্রতিবাদে গর্জে উঠেছেন কঙ্গনা রানা

 

আরও পড়ুন: আমুলের বিজ্ঞাপনে ভাইরাল উর্মিলার ‘রঙ্গিলা’ অবতার, ক্ষুব্ধ নেটদুনিয়া

সম্প্রতি ‘রঙ্গিলা’ অভিনেত্রী ও রাজনীতিবিদ উর্মিলা মাতন্ডকারকে আক্রমণ করেল কঙ্গনা। ২০১৯ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলেন উর্মিলা। পরে সেই দল থেকে ইস্তফাও দেন। তিনি অভিযোগ তোলেন, দলের অন্দরেই রাজনীতি চলে। তাই তিনি ইস্তফার সিদ্ধান্ত নিয়েছিলেন। সম্প্রতি তিনি কঙ্গনা রানাউতেরও বিরুদ্ধাচারণ করেন। কঙ্গনা বলেছিলেন যে ফিল্ম ইন্ডাস্ট্রির ৯৯% তারকা মাদক নেন। এই মতেরই সমর্থন করেননি উর্মিলা। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “গোটা দেশ মাদকের মারাত্মক সমস্যার মুখোমুখি। তিনি (কঙ্গনা) কি জানেন যে হিমাচল ড্রাগের উৎস? তাঁর নিজের রাজ্য থেকেই শুরু করা উচিত।” এর উত্তরে বুধবার কঙ্গনা রানাউত মুখ খোলেন। জাতীয় টেলিভিশনে উপস্থিত হয়ে একটি সাক্ষাৎকারে, তিনি উর্মিলাকে একহাত নেন। তাঁর মন্তব্যেরও বিরোধিতা করেন। বলেন, “উর্মিলা তিনি একজন সফট পর্ন তারকা। আমি জানি এটা খুব নির্লজ্জ। তবে তিনি নিশ্চিতভাবে অভিনয়ের জন্য পরিচিত নন। তিনি কি জন্য পরিচিত? ঠিক সফট পর্ন করার জন্য? যদি তিনি টিকিট পেতে পারেন তবে আমি কেন টিকিট পাব না?” কঙ্গনার এই উক্তির পর ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। কঙ্গনাকে একের পর এক আক্রমণ করা হয়। তাঁকে ‘আত্মকেন্দ্রিক’ বলেও কটাক্ষ করা হয়। অন্যদিকে জেনিফার লোপেজ সহ একাধিক তারকা উর্মিলার সমর্থনে এগিয়ে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + two =