সঙ্গমের দৃশ্যে সম্পূর্ণ নগ্ন হয়েছিলেন এই তারকারা, ছিল না গায়ে এক টুকরো সুতোও

সঙ্গমের দৃশ্যে সম্পূর্ণ নগ্ন হয়েছিলেন এই তারকারা, ছিল না গায়ে এক টুকরো সুতোও

 

মুম্বই:  বলিউডের সঙ্গে নগ্নতার একটা সম্পর্ক রয়েছে৷ চরিত্রের খাতিরে বহু অভিনেতা-অভিনেত্রী ক্যামেরার সামনে নগ্ন হয়েছেন৷ তবে শুধু নায়িকারাই নন৷ এই তালিতায় রয়েছেন নায়করাও৷ যৌনতাকে অন্যমাত্রায় নিয়ে গিয়েছেন তাঁরা৷ সাহসী চরিত্রে পিছপা হননি বলিউডের এই তারকারা৷ জানেন কারা কারা অন ক্যামেরা নগ্ন হয়েছিলেন? রণবীর সিং থেকে শুরু করে এই তালিকায় রয়েছে শাহরুখ খান, আমির খান, জন আব্রাহামের মতো তারকারা৷ 

আরও পড়ন- নীল জলরাশির মাঝে নিওন বিকিনিতে মলদ্বীপ থেকে উষ্ণতা ছড়ালেন লাস্যময়ী রুবিনা

ranbir

রণবীর সিং- বলিউডের মোস্ট রোম্যান্টিক হিরো, বহু তরুণীর হার্টথ্রব রণবীর সিং বরাবরই ভালোবাসেন এক্সপেরিমেন্ট করতে। ‘বেফিকরে’  ছবিতে সম্পূর্ণ নগ্ন হয়ে অভিনয় করে সকলকে চমকে দিয়েছিলেন তিনি।

aamir

আমির খান-  মি. পারফেকশনিস্টের ছবি মানেই দর্শকদের জন্য কিছু বাড়তি পাওনা৷ বছরে মাত্র একটা সিনেমা করেন তিনি৷ আর সেটাই সুপারডুপার হিট। তিনি যে সাহসী চরিত্রের জন্য চ্যালেঞ্জ নিতে পিছুপা হবেন না, তা বলাই বাহুল্য৷ ‘পিকে’ ছবির জন্য অন ক্যামেরা নগ্ন হয়েছিলেন আমির খান। গায়ে ছিল না একটা সুতোও৷ যা নিয়ে কম চর্চা হয়নি৷

 

srk

শাহরুখ খান- নিজের অভিনয়ের যাদুতে হামেশাই দর্শকের মনে বিরাজ করেন বলিউডের বাদশা৷ সেই শাহরুখ খানও কিন্তু নগ্ন শরীরে ধরা দিয়েছিলেন ক্যামেরার সামনে৷ ‘মায়া মেমসাব’ ছবিতে দীপার সঙ্গে সঙ্গমের দৃশ্যে বোল্ড অবতারে ধরা দিয়েছিলেন কিং খান৷ 

ranbir

রণবীর কাপুর- ‘সাওয়ারিয়া’ ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল রণবীর কাপুরের৷ ওই ছবি তেমন সাড়া না ফেললেও, এর পর থেকে বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি৷ প্রথম ছবিতেই তিনি ধরা দিয়েছিলেন সাহসী চরিত্রে৷ পাতলা তোলায়ে দিয়ে ফুটিয়ে তুলছিলেন নগ্নতাকে৷ সেই সময় কোনও অন্তর্বাস ছিল না তাঁর শরীরে৷ 

john

জন আব্রাহাম- হ্যান্ডসাম হাঙ্ক জন আব্রাহাম বিরাজ করেন লাখো মহিলার হৃদয়ে৷ জনও কিন্তু সম্পূর্ণ নগ্ন হয়েছিলেন৷ ‘নিউ ইয়র্ক’ ছবিতে নগ্ন হয়েই পোজ দিয়েছিলেন তিনি৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + seven =