কিস ডে: উষ্ণতা ছড়ানো টলিউডের কিছু সাহসী চুম্বন

কিস ডে: উষ্ণতা ছড়ানো টলিউডের কিছু সাহসী চুম্বন

কলকাতা:  চুম্বনের দৃশ্যে বরাবরই বোল্ড বলিউড৷ কিন্তু লিপলকে কতটা সাবলীল টলিউড? খতিয়ে দেখলে বলা যায় চুম্বনের দৃশ্যে অগের চেয়ে অনেক বেশি সাহসী টলি পড়াও৷ কিস ডে’তে বরই বাংলা সিনেমার এমনই কিছু সাহসী চুম্বনের দৃশ্য- 

আরও পড়ুন-  মাত্র ২৩ বছর বয়সে ১১ শিশুর ‘মা’ হতে চান ১০০ সন্তানের জননী!

প্রথমেই বলতে হয় পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেনের কথা৷ ‘বাস্তুশাপ’ ও ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে গাঢ় চুম্বন করতে দেখা গিয়েছে তাঁদের৷ 

এর পর আসা যাক ‘এবার শবর’ ছবির কথায়৷ এই ছবিতে লিক লক করেন পায়েল সরকার ও আবীর চট্টোপাধ্যায়৷ এই দৃশ্যের স্থায়িত্ব ৫ সেকেন্ডও নয়৷ তবে এই চুম্বন ছবির মধ্যে রোমান্টিকতার আমেজ নিয়ে এসেছিল৷ 

দেবর কোনও ছবিতে সেই ভাবে চুম্বনের দৃশ্য দেখা না গেলেও অপর্ণা সেনের ছবি ‘আরশিনগর’-এ রিত্তিকার ঠোঁটে চুমু খেয়েছিলেন দেব৷ 

সৃজিত মুখোপাধ্যায়ের ‘নির্বাক’ ছবির হাত ধরেই টলিউডে অভিষেক হয়েছিল প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের৷ ওই ছবিতে যীশু সেনগুপ্তের সঙ্গে গাঢ় চুম্বন করেছিলেন সুস্মিতা৷ 

মৈনাক ভৌমিকের ‘ফ্যামিলি অ্যালবাম’ ছিল ভিন্ন স্বাদের ছবি৷ ওই ছবিতে দেখা গিয়েছিল লেসবিয়ান প্রেম৷ আর সেই চরিত্রে গা ভাসিয়েই সাহসী চুম্বন করেছিলেন পাওলি দাম ও স্বস্তিকা মুখোপাধ্যায়৷ 

আরও একটি ছবিতে প্যাশনেট রেমান্স করতে দেওয়া যায় পাওলি দামকে৷ ‘ক্ষত’ ছবিতে তিনি লিপকল করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে৷ 

বাণিজ্যিক ছবির পাশাপাশি অন্য ধারার অনেক ছবিতে কাজ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। টান ছবিতে রাজেশ শর্মার সঙ্গে চুম্বন করেন তিনি।

আবার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে বিতর্কের ঝড় উঠেছিল পরমব্রত-অনির্বাণের চুম্বনদৃশ্য নিয়ে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =