করোনায় আক্রান্ত মেক আপ আর্টিস্ট, কোয়ারেন্টাইনে সোহিনী

কলকাতা: করোনার কারণে এবার কোয়ারেন্টাইনে গেলেন অভিনেত্রী সোহিনী সরকার। তাঁর মেক-আপ আর্টিস্ট করোনা পজিটিভ। খবর জানার পরই কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নেন সোহিনী। বাতিল করেন শুটিং। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপাতত হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন তিনি।

কলকাতা: করোনার কারণে এবার কোয়ারেন্টাইনে গেলেন অভিনেত্রী সোহিনী সরকার। তাঁর মেক-আপ আর্টিস্ট করোনা পজিটিভ। খবর জানার পরই কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নেন সোহিনী। বাতিল করেন শুটিং। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপাতত হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন তিনি।

দেশজুড়ে আনলক পর্ব শুরু হওয়ার পরই শুরু হয়েছিল সিনেমার শুটিংও। সামাজিক দূরত্ব ও সতর্কতা মেনে শুরু হয়েছিল কাজ। তখনই শুরু হয় 'এই আমি রেনু' ছবির শুটিং। ছবিতে রেনুর চরিত্রে অভিনয় করছেন সোহিনী। ফলে তাঁর শুটিং আনলক পর্বের মধ্যেই শুরু হয়ে যায়। বেশ কিছুদিন সম্পূর্ণ স্বাভাবিক ভাবেই শুটিং করেন তিনি। কিন্তু তারপরই খবর পাওয়া যায় সোহিনীর মেক আপ আর্টিস্ট শানু সিংহরায় সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরই বিলম্ব না করে কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নেন সোহিনী। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকবেন তিনি। তারপরে হবে তাঁর করোনা পরীক্ষা। সোহিনীর সঙ্গে থাকেন বয়ফ্রেন্ড রণজয় বিষ্ণু। জানা গিয়েছে তাঁরও করোনা পরীক্ষা হতে পারে সাতদিন পরে। তবে এখনও পর্যন্ত তাঁদের কারও শরীরে করোনার কোনও উপসর্গ দেখা যায়নি।

আরও পড়ুন: এক মাস পূর্ণ হল ছেলের, ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন নাতাশা

জানা গিয়েছে শানুর শরীরেও কোনও রকম উপসর্গ ছিল না। শুটিংয়ের কারণে বিদেশ যাওয়ার কথা ছিল তাঁর। নিয়ম মেনে তার আগে করোনা পরীক্ষা করাতে হয়। তখনই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। 'এই আমি রেনু' ছবিতে সোহিনীর বিপরীতে রয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। এছাড়া গৌরব চক্রবর্তী ও কৌশিক গঙ্গোপাধ্যায় কেও দেখা যাবে ছবিতে। শানুর করোনা আক্রান্ত হওয়া এবং সোহিনীর কোয়ারেন্টাইনের যাওয়ার খবর সামনে আসার পর ছবির বাকি শিল্পীদেরও সচেতন করা হয়েছে। সোহিনীর করোনা পরীক্ষার পর যদি তার শরীরে এই ভাইরাস বাসা না বাঁধে তবেই তিনি ফের শুটিং ফ্লোরে ফিরতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 9 =