অসম্পূর্ণ রইল বহু কাজ, কেকে নেই মানতেই পারছেন না অক্ষয়, অজয়রা

অসম্পূর্ণ রইল বহু কাজ, কেকে নেই মানতেই পারছেন না অক্ষয়, অজয়রা

মুম্বই: একাধিক কাজ অসমাপ্ত। এখনও অনেকটাই পথ চলা বাকি ছিল প্রখ্যাত সংগীতশিল্পী তথা বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকের। কিন্তু তার মাঝেই ওলট-পালট হয়ে গেল সমস্ত কিছু। যে গান এবং মঞ্চের জন্যই আজ কেকের দেশ তথা সমগ্র বিশ্বে অগুনতি ভক্ত সেই গানের মঞ্চ আঁকড়ে ধরেই না ফেরার দেশে মঙ্গলবার রাতে পাড়ি দিলেন ৫৪ বছর বয়সী প্রখ্যাত সঙ্গীতশিল্পী। তার এই হঠাৎ চলে যাওয়া যেন মানতে পারছে পারছে না বলিউড। প্রেমের গান হোক কিংবা মন ভাঙ্গার বহিঃপ্রকাশ কেকের গলা ছাড়া যেন অসম্পূর্ণ বলিউড। আর সেই প্রিয় গায়কের এমন অকাল প্রয়াণে রীতিমতো শোকোস্তব্ধ বলিউডের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে কেকের সহকর্মীরা।

ইতিমধ্যেই বলিউডের একাধিক নায়ক নায়িকারা সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়েছেন গায়ককে। অভিনেতা অক্ষয় কুমার কেকের প্রয়াণে মঙ্গলবার রাতে টুইটারে লেখেন, ‘কেকের অকাল প্রয়াণে আমি রীতিমত বাকরুদ্ধ। বলিউডের বিরাট একটা ক্ষতি হল। ওম শান্তি।’ অন্যদিকে মঙ্গলবার মধ্যরাতে অজয় দেবগন কেকে প্রসঙ্গে টুইটারে লিখেছেন, ‘এটাকে একটা অশুভ দিন বলে মনে হচ্ছে। লাইভ সো শেষ করেই কেকের এই মৃত্যুর ঘটনা অত্যন্ত ভয়ংকর। আমি এমন বহু বলি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলাম যেখানে গান গেয়েছিলেন শিল্পী। তাই তাঁর এমন চলে যাওয়া নিজের ব্যক্তিগত ক্ষতি বলে মনে হচ্ছে। গায়কের পরিবারের প্রতি সমবেদনা এবং প্রার্থনা।’ অক্ষয়, অজয়ের  মতই এদিন কেকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড তারকা রণবীর সিং থেকে শুরু করে অনন্যা পান্ডের মতো একাধিক শিল্পী। অন্যদিকে, ভিকি কৌশল, বরুন ধবন, করণ জোহারের মত একাধিক জনপ্রিয় বলিউড স্টারও এদিন সোশ্যাল মিডিয়ায় কেকেকে শ্রদ্ধা জানিয়েছেন।

অন্যদিকে যার সুর এবং কথায় কেকের আজ এত জনপ্রিয়তা সেই সুরকার প্রীতম যেন মানতেই পারছেন না কেকের মৃত্যু। সর্বভারতীয় একটা সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় প্রীতম বুধবার জানিয়েছেন, ‘আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে কেকে নেই। আমি যে কতটা ধাক্কা খেয়েছি তা আমি বলে বোঝাতে পারবো না। ছয় মাস আগেও আমাদের দেখা হয়েছে। সেই দেখাই যে শেষ সাক্ষাৎ হবে আমাদের এবং আমরা শেষবার একসাথে গান রেকর্ড করব তা কে জানতো। আমার সাথে কেকের ফোনে খুব একটা কথা হত না। আমরা দুজনেই একসঙ্গে বলিউডে আমাদের ক্যারিয়ার শুরু করেছিলাম। আমার আমার প্রায় সমস্ত গানে কেকে গেয়েছেন। শেষ সাক্ষাতে আমি ওকে বলেছিলাম, আমি যে ছবির জন্যই গান রেকর্ড করব তা তুমিই গাইবে।’

 

এর সঙ্গেই প্রীতম আরও জানিয়েছেন যে অত্যন্ত সুস্থ এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতেন কেকে। সঠিক সময় খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম এগুলো কেকে রুটিনের মধ্যে থাকত রোজ। এছাড়া সংগীতশিল্পীর মদ্যপান কিংবা ধূমপানের বদঅভ্যাস ছিল না বলে জানিয়েছেন প্রীতম। কিন্তু এত সুশৃংখল জীবনযাপন করার পরেও এমন ভয়াবহ পরিণতি কী করে হল গায়কের এর উত্তর কারোরই জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 1 =