Aajbikel

সেজে উঠেছে সূর্যগড়, চারিদিকে শুধুই বন্দুকের নল! সিড-কিয়ারার বিয়েতে নিরাপত্তার কড়াকড়ি

 | 
সিড কিয়ারা

আজমের: সাত পাকে বাধা পড়তে চলেছেন বলিউডের দুই তারকা সিদ্ধার্থ মানহোত্রা এবং কিয়ারা আডবাণী৷ রাজস্থানের সূর্যগড় প্রাসাদে বসছে রাজকীয় বিয়ের আসর৷ তারকা জুটির বিয়ের অতিথি তালিকাও তারকাখচিত৷ ফলে বাড়তি নিরাপত্তা যে থাকবে, তা বলাই বাহুল্য৷ 

আরও পড়ুন- পণ্ডিতজির ছাত্র বলেই জিতেছেন পদ্মপলাশ, বিতর্ক নেটপাড়ার! কত টাকার পুরস্কার পেলেন বিজয়ীরা?


এমনিতেই বলিউড সেলেবদের বিয়েতে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। খ্যাতনামী সব তারকা সমাগম হয় সেই সকল অনুষ্ঠানে। আপাতত সকলের নজর জয়সলমেরের সূর্যগড় প্রাসাদের দিকে৷ সেখানে এখন সাজ সাজ রব। এই প্রাসাদেই এক হবে সিড-কিয়ারার চারহাত৷ এদিকে, বিয়ের মাহেন্দ্রক্ষণ যত এগিয়ে আসছে তত জোরদার হচ্ছে নিরাপত্তা। ৬৫ একর জমির উপর নির্মিত এই প্রাসাদের চারপাশ মুড়ে ফেরা হয়েছে কড়া নিরাপত্তা বলয়ে। নিমন্ত্রণপত্র ছাড়া প্রাসাদের অন্দরে ঢোকে প্রায় অসম্ভব। সূত্রের খবর, বন্দুকের নল উঁচিয়ে প্রাসাদের চারপাশে ঘুরছেন নিরাপত্তারক্ষীরা। কোনও ফাঁকফোকর গলে ভিতরে আসার সুযোগ নেই কারও৷ 

সিড-কিয়ারার বিয়েতে বলিউডের তারকারা তো আমন্ত্রিতই, এছাড়াও আসছেন ইশা অম্বানীর মতো ভিভিআইপি অতিথি। ইশা আর কিয়ারা ছোটবেলার বন্ধু৷ এই ধরনের হাই প্রোফাইল অতিথিদের নিরাপত্তা কারণেই আরও জোরদার করা হয়েছে সিকিউরিটি। বিয়ের অনুষ্ঠানের ছবি যাতে বাইরে না বেরোয়, সেই জন্য মূল অনুষ্ঠানের দিন মোবাইল ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুই পরিবারের তরফে। আত্মীয়-পরিজন ও  বন্ধুবান্ধব সঙ্গে নিয়ে একেবারে ব্যক্তিগত পরিসরেই সাত পাকে বাঁধা পড়তে চান ‘শেরশাহ’ জুটি। বিয়েতে নিমন্ত্রিতের সংখ্যা মাত্র ১০০ জন। 

সিড-কিয়ারার বিয়ের নিরাপত্তার ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন শাহরুখ খানের প্রাক্তন দেহরক্ষী ইয়াসিন। দায়িত্ব নিয়ে সব দিক সামলাচ্ছেন তিনি৷ বিয়ের পর নতুন বর ও নব বধূকে দেখার অপেক্ষায় প্রহর গুণছেন তাঁদের অনুরাগীরা।


 

Around The Web

Trending News

You May like