আচমকা অসুস্থ শ্রীলেখা, করোনা? ঘরে বসে অনুরাগীদের বার্তা অভিনেত্রীর

আচমকা অসুস্থ শ্রীলেখা, করোনা? ঘরে বসে অনুরাগীদের বার্তা অভিনেত্রীর

দমদম: হাওড়ার নয়টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে৷ চতুর্থ দফা নির্বাচনের আগেই বাম শিবিরের প্রচার মুখ তথা অভিনেত্রী শ্রীলেখা মিত্র অসুস্থ৷ একুশের বিধানসভা নির্বাচনে শ্রীলেখা মিত্র বাম শিবিরের হয়ে প্রচারে ঝড় তুলেছিলেন৷ আর তারপরই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। জানা গিয়েছে, হালকা জ্বর ও গায়ে প্রচন্ড ব্যাথা অনুভব করছেন শ্রীলেখা৷ সঙ্গে বেশ দুর্বল হয়ে পড়েছেন তিনি৷ তবে করোনা আক্রান্ত নন তিনি৷ একথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিনেত্রী৷

তবে অসুস্থতা যে অভিনেত্রীর প্রচারকাজে বাধা নয় তা তিনি একটি ভিডিও বার্তায় বুঝিয়ে দিয়েছেন৷ অসুস্থ থেকেও ভোট নিয়েও সজাগ শ্রীলেখা৷ অনুরাগীদের উদ্দেশ্যে এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় শ্রীলেখা সকলকে ভোট দেওয়ার অনুরোধ রাখেন৷ সকাল-সকাল শান্তিপূর্ণ ভাবে ভোট দেওয়ার কথাও জানান তিনি৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে, অসুস্থতার ছাপ শ্রীলেখার চোখে-মুখে৷ চোখ মুখ ফুলে গেছে৷ গলার স্বর বেশ বসে গিয়েছে৷ অসুস্থতার কথাও তিনি ভিডিও বার্তায় বলেন৷ তার মধ্যেই তিনি অনুরাগীদের উদ্দেশ্যে বুঝে শুনে ঠান্ডা মাথায় ভোট দেওয়ার অনুরোধ রাখেন৷ ভিডিও বার্তায় তিনি জানান, ‘‘আগামী পাঁচ বছর আপনি কেমন থাকবেন, আপনার ছেলে-মেয়েরা কেমন থাকবে, পরিবার-পরিবেশ কেমন দেখতে চান, সবটাই নির্ভর করছে আপনার ভোটের উপর৷’’

ভিডিও বার্তার শেষের দিকে শ্রীলেখা মিত্র অকপটে নিজেকে একজন বাম সমর্থক হিসেবে স্বীকার করে নিয়ে বলেন, ‘‘হাল ফেরাতে হলে, লাল শিবির একমাত্র বিকল্প৷’’  পাশাপাশি তিনি সমস্ত বাম প্রার্থীদের শুভেচ্ছা জানান ভিডিও বার্তাটিতে৷

তবে হঠাৎ করে শ্রীলেখা মিত্র এতটা অসুস্থ হয়ে পড়লেন কীভাবে? তার উত্তরে শ্রীলেখা জানিয়েছেন, এক এক দিনে দলের হয়ে প্রায় তিনটি করে প্রচার সেরেছিলেন তিনি৷ প্রচারে বেরিয়ে শ্রীলেখা রোদচশমা বা মাক্স কোনটাই পরতে পারেননি৷ কারণ হিসেবে তিনি জানিয়েছেন, মানুষ তার মুখ দেখতে চান৷ আর টানা মাক্স পরে থাকলে শ্বাসকষ্ট অনুভব করেন৷ তাই ওগুলি ব্যবহার করতে পারেননি তিনি৷ শ্রীলেখা আরও জানিয়েছেন, খোলা আকাশের নীচে দাবদাহকে উপেক্ষা করে প্রচার সেরে বাড়িতে শীততাপ নিয়ন্ত্রণ ঘরে থেকেছেন৷ পরে আবার প্রচারে বেরিয়ে পড়েছেন৷ যার ফলে ঠান্ডা-গরম লেগে তিনি অসুস্থ হয়ে পড়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + six =