নৌকায় চেপে শ্যুট, তারপর যা হল হবু দম্পতির অবস্থা

একে অপরের হাতে হাত রেখে বলেছিলেন,”ডুবতে রাজি আছি”। একসঙ্গে প্রেমসাগরে ডুব দিতে চেয়েছিলেন। কিছুদিন পরই বিয়ে। নতুন জীবনে পা রাখার আগের কিছু মুহূর্তকে ফ্রেমবন্দী করে রেখে দিতে চেয়েছিলেন চিরদিনের জন্য। সিদ্ধান্ত নেন প্রি-ওয়েডিং ফটো শ্যুটের। যেই কথা সেই কাজ। তাদের জন্য বিশেষ কিছু প্ল্যানও করেছিলেন ওয়েডিং প্ল্যানার। মাঝনদীতে নৌকা। তাতেই বসে যুগল। মাথার উপর কলা

নৌকায় চেপে শ্যুট, তারপর যা হল হবু দম্পতির অবস্থা

একে অপরের হাতে হাত রেখে বলেছিলেন,”ডুবতে রাজি আছি”। একসঙ্গে প্রেমসাগরে ডুব দিতে চেয়েছিলেন। কিছুদিন পরই বিয়ে। নতুন জীবনে পা রাখার আগের কিছু মুহূর্তকে ফ্রেমবন্দী করে রেখে দিতে চেয়েছিলেন চিরদিনের জন্য। সিদ্ধান্ত নেন প্রি-ওয়েডিং ফটো শ্যুটের। যেই কথা সেই কাজ।

তাদের জন্য বিশেষ কিছু প্ল্যানও করেছিলেন ওয়েডিং প্ল্যানার। মাঝনদীতে নৌকা। তাতেই বসে যুগল। মাথার উপর কলা পাতা উঁচিয়ে ধরে আছেন একসঙ্গে। যেন তা দিয়ে বৃষ্টির ছাঁট আড়াল করার চেষ্টা করছেন দুজনে। আর সেই আবছা আবডালেই চলবে রোম্যান্স। চার পাশ থেকে গায়ে জল ছিটিয়ে দেবে লোকজন।

সব রেডি। কিন্তু হঠাৎই ধোঁকা দিল পানসি। একেবারে হুড়মুড়িয়ে জলে পড়লেন তিজিন ও শিল্পা। যদিও তিজিন-শিল্পার প্রি-ওয়েডিং ফটোশুট প্ল্যান করা সংস্থাটি জানিয়েছে, তারা ইচ্ছে করেই যুগলকে নদীতে ফেলেছিল। আর সেটা আগে থেকে জানানো হয়নি তাঁদের। কারণ, তারা দেখাতে চেয়েছিল যে একে অন্যের প্রেমে ভারসাম্য হারিয়েছেন। তবে এই ভিডিও ইতিমধ্যেই হাসির রোল তুলেছে নেটদুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − four =