‘মেয়েরাই মেয়েদের শত্রু’, কঙ্গনার বিরুদ্ধে মহিলা বিক্ষোভের প্রতিবাদ শিল্পা শিন্ডের

মুম্বই: কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মহিলাদের প্রতিবাদের তীব্র বিরোধিতা করলেন শিল্পা শিন্ডে। মহিলারা চপ্পল দিয়ে অভিনেত্রীর পোস্টারে আঘাত করে। এই ঘটনারই প্রতিবাদ করেন অভিনেত্রী শিল্পা শিন্ডে। তিনি বলেছেন ‘মেয়েরাই মেয়েদের শত্রু’।

4c4058c80f4d25fd50f661fb34b1fe1f

মুম্বই: কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মহিলাদের প্রতিবাদের তীব্র বিরোধিতা করলেন শিল্পা শিন্ডে। মহিলারা চপ্পল দিয়ে অভিনেত্রীর পোস্টারে আঘাত করে। এই ঘটনারই প্রতিবাদ করেন অভিনেত্রী শিল্পা শিন্ডে। তিনি বলেছেন ‘মেয়েরাই মেয়েদের শত্রু’।

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত তার বক্তব্যের কারণে অনেক সময় নিজেকে বিতর্কিত করে তোলেন। ভাল হোক বা খারাপ, তার বক্তব্যগুলি মনোযোগ আকর্ষণ করে। সম্প্রতি, কঙ্গনা তাঁর টুইটে মুম্বইকে 'পাকিস্তান অধিকৃত কাশ্মীর'-এর সঙ্গে তুলনা করেন। তাঁর টুইটের প্রতিক্রিয়ায় শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানিয়েছিল যে কঙ্গনা যদি মুম্বই পুলিশকে এত ভয় পান তবে তাঁর মুম্বই না আসা উচিত। তার এই টুইটটি সোশ্যাল মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেন। এই ঘটনার পরই মহিলারা অভিনেত্রীর বিরুদ্ধে বিক্ষোভ চালান। অভিনেত্রীর পোস্টারে চপ্পল দিয়ে আঘাত করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শিল্পা শিন্ডে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

আরও পড়ুন: NCB অফিসে চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, আজই গ্রেপ্তার হতে পারেন রিয়া

তাঁর ইনস্টাগ্রামে গিয়ে শিল্পা লিখেছেন যে এই মহিলারা স্বামীর দ্বারা বাড়িতে শারীরিক হিংসার মুখোমুখি হতে পারেন। এ কারণেই তাঁরা কঙ্গনার পোস্টারে তাঁদের হতাশার বহিঃপ্রকাশ করছেন। তিনি মন্তব্য করেন, “মেয়েরাই মেয়েদের শত্রু। এই মহিলাদের এমন লজ্জাজনক অভিনয় করার জন্য কত টাকা দেওয়া হয়েছে? ঘরে এই মহিলারাই নিজেদের স্বামীর থেকে মার খান। সেই হতাশাই এই পোস্টারে বের করছেন।” শিল্পী শিন্ডে কৌতুক অনুষ্ঠান গ্যাংস অফ ফিল্মিস্তানে অংশ নিয়েছিলেন। তবে প্রিমিয়ারের আগেই শোটি ছেড়ে দেন তিনি। কাজের দীর্ঘ সময় এবং সুনীল গ্রোভারের সঙ্গে কাজ করার বিষয়ে তাঁর আপত্তি ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *