১৪ বছরের দাম্পত্যে ইতি? শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার বার্তায় ঘর ভাঙার ইঙ্গিত

মুম্বই: বলিউড ফেরে বিচ্ছেদের সুর৷ ঘর ভাঙতে চলেছে অভিনেত্রী শিল্পা শেট্টির? স্বামী রাজ কুন্দ্রায় সোশ্যাল মিডিয়া বার্তায় মিলল তেমনই ইঙ্গিত৷
২০২১ সাল থেকেই সময়টা খারাপ যাচ্ছিল শিল্পা ও রাজের। পর্নোগ্রাফিকাণ্ডে গ্রেফতার হন রাজ৷ পরে অবশ্য তিনি জামিন পেয়ে যান৷ তবে মুক্তি পাওয়ার পর বেশ কিছু দিন লোকচক্ষুর আড়ালেই ছিলেন রাজ। সম্প্রতি একটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা জানিয়েছেন তিনি। সেই ছবির প্রথম ঝলকও সামনে এসেছে। নভেম্বর মাসে ছবি মুক্তি পাওয়ার কথা। কিন্তু তার আগে টুইট করে এ কেমন দিলেন রাজ? তিনি বিচ্ছেদের ইঙ্গিত দিতেই শুরু হয়েছে জোর জল্পনা।
এদিন এক্স হ্যান্ডলে রাজ লিখেছেন, ‘‘আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। এই কঠিন সময়ে আমাদের একটু সময় দিন।’’ শিল্পার স্বামীর এহেন পোস্ট দেখে চক্ষু চরকগাছ নেটাগরিকদের। আচমকা কী হল এই তারকা দম্পতির? গণেশ পুজোতেও তো একসঙ্গে ছিলেন৷ একসঙ্গে ফ্রেমবন্দিও হয়েছিলেন৷ হঠাৎ করেই বিবাহবিচ্ছেদের খবর সকলকে চমকে দিয়েছে। ২০০৯ সালে ব্যবসায়ী ও প্রযোজক রাজ কুন্দ্রার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন শিল্পা। দীর্ঘ ১৪ বছরের দাম্পত্যে কখনও বিচ্ছেদের কানাঘুষোও শোনা যায়নি। দুই সন্তান ভিয়ান এবং শমিসাকে নিয়ে বেশ ভালোই ছিলেন তাঁরা৷
এদিন রাজের এই বার্তাকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ শিল্পার অনুরাগীরা। সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, এটা আসলে রাজের আসন্ন ছবি ‘ইউটি৬৯’-এর প্রচারের ফিকির৷ যেখানে রাজকে হাজতবাস করা এক জন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অনেকেরই ধারণা, সেই কারণেই কৌশলে বিচ্ছেদের কথা জানিয়েছেন রাজ।