কলকাতা: গায়ক শিলাজিৎ মজুমদার খোলা মনের মানুষ হিসেবেই পরিচিত। অনেকে অভিযোগ করেন অনেক সেলিব্রিটির নাক উঁচু। কিন্তু শিলাজিতকে নিয়ে এমন কোনও অভিযোগ বড় একটা শোনা যায় না। বরং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন তিনি। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে টোল প্লাজার এক ব্যক্তির সঙ্গে খোশমেজাজে দেখা গিয়েছে গায়ককে।
সম্প্রতি কোনও একটি জায়গায় যাচ্ছিলেন শিলাজিৎ মজুমদার। সঙ্গে ছিলেন পরিচিত কয়েকজন। কোনও এক টোল প্লাজায় তিনি যখন টাকা দিচ্ছিলেন তখন তাঁকে সেখানকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলেন, তাঁকে চেনা চেনা লাগছে। উত্তরে শিলাজিৎ বলেন, “আমারও তোমাকে চেনা চেনা লাগছে!” এরপর ওই ব্যক্তি শিলাজিতের কাছে গাড়ির নম্বর জানতে চান। সেটা জানান শিলাজিৎ। তখন সুর ধরেছেন তিনি। সঙ্গে চলছে তাঁর গাড়ির স্টিয়ারিংয়ে তাল ঠোকা।
তখনই গাড়ির ভিতর থেকে একজন বলেন, ‘‘শিলাজিৎদা কেমন আছ? অনেকের প্রশ্ন।’’ শিলাজিৎ তাঁকে থামিয়ে দেন। টোল প্লাজার ওই ব্যক্তিকে তিনি বলেন, ‘‘আমার নাম নচিকেতা।’’ উত্তর শুনে উৎফুল্ল হয়ে ওঠেন ওই ব্যক্তি। করমর্দনের জন্য বাড়িয়ে দেন হাত। শিলাজিৎও অবলীলায় হাত মেলান। আর বলেন, “নচিকেতাকে ভুলে যেও না গুরু।” এরপর শিলাজিৎ ক্যামেরার দিকে মুখ করে বলেন, “নচি তোমার এ কী দশা! আমাকে দেখে-তুমি ভাবে, লোকে ভাবে বসা!” গায়কের এই ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল।