আরও কাছাকাছি দু’জনে! নিজের শরীরে ফারহানের নাম খোদাই করলেন শিবানী

আরও কাছাকাছি দু’জনে! নিজের শরীরে ফারহানের নাম খোদাই করলেন শিবানী

মুম্বই:  বলিউডে অন্যতম চর্চিত জুটি ফারহান আখতার ও শিবানী দান্ডেকর৷ গত তিন বছর ধরে একে এপরকে ডেট করছেন তাঁরা৷ নিজেদের সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস দু’জনেই৷ তাই তো ৪২-এ পা রেখেই ভালোবাসার নাম নিজের শরীরে খোদাই করে নিলেন গায়িকা তথা অভিনেত্রী শিবানী দান্ডেকার৷ ইনস্টাগ্রামে সেই ছবি পোস্টও করলেন তিনি৷

আরও পড়ুন- ‘বন্ধু’ যশের সঙ্গে মিলেয়ে ‘Y’ দিয়ে ছেলের নাম রাখলেন নুসরত!

farhan

জন্মদিনে ঘাড়ের কাছে একটি ট্যাটু করেছেন শিবানী৷ তাতে লেখা রয়েছে ফারহান আখতারের নাম৷ বেশ স্টাইলিশ ফ্রন্টে প্রেমিকের নাম খোদাই করেছেন তিনি৷ জানা গিয়েছে, কোরিয়ার এক শিল্পীকে দিয়ে এই ট্যাটু আঁকিয়েছেন শিবানী৷ ঘাড়ের পাশাপাশি হাতেও একটি ট্যাটু করিয়েছেন শিবানী। তবে সেটি এখনও প্রকাশ্যে আনেননি তিনি। 

ফারহান

তবে শিবানীই প্রথম নন, বলিউডে প্রেমিক-প্রেমিকার নামের ট্যাটু করার চল বেশ পুরনো। এর আগে বয়ফ্রেন্ড রণবীর কাপুরের নামের ট্যাটু করেছিলেন দিপীকা পাডুকোন। আবার করিনার নাম নিজের হাতে খোদাই করেছেন সইফ। তবে শিবানীর এই উপহারে ফারহানের প্রতিক্রিয়া কী, তা জানার অপেক্ষায় থাকব আমরা৷ 

শিবানী ও ফারহান প্রায়ই নিজেদের লাভিডাবি ছবি পোস্ট করে থাকেন অনুরাগীদের জন্য৷ কিন্তু কবে বিয়ে করছেন তাঁরা? এই প্রশ্ন বারবারই ঘুরে ফিরে উঠছে৷৷ সম্প্রতি শিবানী একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি এবং ফারহান একে অপরের খুব ক্লোজ হলেও, এখনও পর্যন্ত তাঁদের বিয়ের কোনও পরিকল্পনা নেই৷

শিবানী

তিনি এটাও বলেছিলেন, লকডাউন তাঁদের আরও কাছাকাছি নিয়ে এসেছে৷ সেই সময় একসঙ্গেই কাটিয়েছিলেন তাঁরা৷ সেই সময়টা তাঁকে অনেক কিছুই শিখিয়েছে বলেও জানান শিবানী৷ শিখেছেন কী ভাবে একে অপরকে স্পেশ দিতে হয়৷ আগামী জীবনটা ফারহানের সঙ্গে কাটাবেন বলেই ঠিক করে রেখেছেন গায়িকা তথা অভিনেত্রী৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =