পঞ্চভূতে বিলীন সিদ্ধার্থ, ‘বন্ধু’র শেষকৃত্যে এসে বার বার জ্ঞান হারালেন শেহনাজ

পঞ্চভূতে বিলীন সিদ্ধার্থ, ‘বন্ধু’র শেষকৃত্যে এসে বার বার জ্ঞান হারালেন শেহনাজ

মুম্বই:  পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন সিদ্ধার্থ শুক্লা৷ শুক্রবার ওশিওয়াড়া মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল তাঁর৷ সকলকে কাঁদিয়ে চির বিদায় নিলেন তিনি৷ বড্ড তাড়াতাড়ি চলে গেলেন সিদ্ধার্থ৷ তাঁর এই চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব থেকে অনুরাগীরা৷ সকলেই যেন স্তব্ধ৷ অন্যদিকে বন্ধুকে চিরবিদায় জানাতে এসে ঘন ঘন জ্ঞান হারালেন বান্ধবী শেহনাজ গিল৷

আরও পড়ুন- ঠিক কী কারণে মৃত্যু? প্রকাশ্যে সিদ্ধার্থের অটোপসি রিপোর্ট

শেহনাজ

সিদ্ধার্থর মা’কে কী বলে সান্ত্বনা দেবে, বুঝে উঠতে পারছে না কেউ৷ সকলের চোখ জলে ভেজা৷ গলা ধরে এসেছে৷ এদিকে একেবারে ভেঙে পড়েছেন শেহনাজ৷ ঠিক মতো কথা বলার পরিস্থিতিতেই নেই তিনি৷ চোখের জল বাধ মানছে না তাঁর৷ বিগ বস-এর ঘর থেকে শুরু হয়েছিল তাঁদের বন্ধুত্ব৷ এর পর একে অপরের সঙ্গে নিবিড় ভাবে জড়িয়ে গিয়েছিলেন৷ নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও বিটাউনে কান পাতলেই শোনা যেত তাঁদের প্রেমের গুঞ্জন৷ বিগ বস-এর ঘরে একে অপরের প্রতি ভালোলাগার কথা স্বীকারও করেছিলেন সিদ্ধার্থ-শেহনাজ৷ আজ সেই বন্ধুকেই বিদায় জানালেন ওশিওয়াড়া শ্মশানে৷ 

আরও পড়ুন- সিদ্ধার্থের মৃত্যুতে দিশেহারা ‘বান্ধবী’ শেহনাজ, ‘ও ভালো নেই’, বললেন বাবা

sid

দিন কয়েক আগেও এক সঙ্গে একটি মিউডিক ভিডিয়োতে কাজ করেছিলেন তাঁরা৷ তাঁদের সম্পর্ক যে শুধু কাজের সূত্রে নয়, তা বোঝা গিয়েছিল শেহনাজের মোবাইলের ওয়ালপেপারের স্ক্রিনশটেই৷ যেখানে ছিল দু’জনের লাভিডাবি একটা ছবি৷ সেই সিদ্ধার্থ আর নেই, এটা মেনে নিতেই পারছেন না শেহনাজ৷ মানসিক ভাবে ভেঙে পড়েছেন তিনি৷ সংসার গড়ার আগেই স্বপ্ন ছাড়খাড় হয়ে গেল তাঁর৷

সিদ্ধার্থ

আজ শ্মশানে শেহনাজকে দেখা গেল এলোমেলো চুলে৷ বিধ্বস্ত অবস্থায়৷ চোখে মুখে শোকের ছায়া৷ সারাক্ষণ ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে গেলেন তিনি৷ মাঝে মাঝে জ্ঞানও হারালেন৷ শেহনাজ যে ভালো নেই, সে কথা জানিয়েছিল তাঁর বাবা সন্তোষ সিং সুখ নিজেই৷ বোনকে আগলে রাখতে তড়িঘড়ি মুম্বই আসেন দাদা শেহবাজ৷ এদিন সর্বক্ষণ বোনের পাশে ছিলেন তিনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =