‘বাঙালি হয়ে হিন্দি বলতে পারি,তোমরা বাংলা শিখবে না কেন?’ ধমক শর্মিলার, চুপ আদিত্য

‘বাঙালি হয়ে হিন্দি বলতে পারি,তোমরা বাংলা শিখবে না কেন?’ ধমক শর্মিলার, চুপ আদিত্য

মুম্বই: তিনি বলিউডের এভারগ্রিন নায়িকা। অগনিত মানুষ তাঁর গুণগ্রাহী। বাঙালি হলেও আপাতত তাঁর ঠিকানা মুম্বই৷ বাংলা থেকে দূরে থাকলেও হারায়নি তাঁর বাঙালি সত্ত্বা। তাই তো হিন্দি চ্যানেলে বসে ঝরঝরে বাংলায় কথা বললেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর৷ শুধু তাই নয়, বাংলা বলার জন্য অনুপ্রাণিত করলেন শোয়ের সঞ্চালককেও৷ 

আরও পড়ুন- অমিতাভের সঙ্গে বৃষ্টিতে ভিজে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, রাতভর কেঁদেছিলেন স্মিতা!

শুরু হয়ে গিয়েছে সঙ্গীতের দুনিয়ায় অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’- সিজন ১৩৷ বিচারকের আসনে রয়েছেন সুরকার বিশাল দাদলানি, হিমেশ রেশমিয়া এবং গায়িকা নেহা কক্কর। ওই শোয়ে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন শর্মিলা৷ আর সেখানে সঞ্চলকের ভূমিকায় রয়েছেন উদিত নারায়ণ পুত্র আদিত্য নারায়ণ। ইন্ডিয়ান আইডলের সেই মঞ্চেই আদিত্যকে বাংলা ভাষা শেখার জন্য অনুপ্রাণিত করেন শর্মিলা।

এই বছর ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাঙালির প্রতিযোগীর ভিড়। সেরা ১৫-তে জায়গা করে নিয়েছে সঞ্চারী-প্রীতম-বিদীপ্তা-সহ বাংলার মোট ৭জন প্রতিভাবান ছেলেমেয়ে। গত রবিবার সোনি টিভির ইন্ডিয়ান আইডলের মঞ্চে হাজির হয়েছিলেন শর্মিলা৷ এরপর থেকেই নেট দুনিয়ায় ঘুরপাক খাচ্ছে  ‘ইন্ডিয়ান আইডল সিজন-১৩’ র ওই এপিসোডের এক টুকরো ভিডিয়ো ক্লিপ। যেখানে দেখা যাচ্ছে বাঙালি প্রতিযোগী সোনাক্ষী গান গাইতে মঞ্চে উপস্থিত৷ শর্মিলাকে সামনে পেয়ে, সোনাক্ষী বাংলায় বলে উঠে, ‘‘ম্যাম আমি কি তোমাকে কাকিমা বলে ডাকতে পারি?’ উত্তরে শান্ত স্বরে পতৌদির বেগম বলেন, ‘হ্যাঁ কেন নয়, কাকিমা, মাসিমা, দিদিমা, তোমার যা খুশি তাই বলতে পারো।’ উত্তরে সোনাক্ষী ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি তোমার ছবির দুটো গান গাইব, চেষ্টা করব তোমার সামনে ভালো করে গাওয়ার।’ শর্মিলা ‘নিশ্চয়’ বলে তাতে সম্মতি দেন। ঠিক তখনই মঞ্চে হাজির হন সঞ্চালক আদিত্য নারায়ণ৷ ভুল বাংলায় তিনি বলেন ‘আমাকে বুঝতে পারি না, শুধু হিন্দি বুঝতে পারি।’ সঙ্গে সঙ্গে তাঁর ভুল শুধরে দেন বঙ্গ সুন্দরী৷ বলেন, কথাটা ‘আমি বুঝতে পারি না’। সেই সঙ্গেই শর্মিলা বলেন, ‘আমরা বাংলা থেকে এসে যদি হিন্দি বলতে পারি, তাহলে আপনারা কেন বাংলা শিখতে পারেন না?’ শর্মিলার কথা শুনে উচ্ছ্বসিত হয়ে পড়েন সোনাক্ষী। এর পরেই আদিত্য ভাঙা ভাঙা বাংলায় বলেন, ‘একটু একটু চেষ্টা করছি।’ এই ভিডিয়োটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ফ্যান পেজ থেকেও শেয়ার করা হয়েছে। যা নেটপাড়ায় ভাইরাল৷