Aajbikel

বিশ্বমঞ্চে ভারতের জয়, ফের সঙ্গীতের সর্বোচ্চ সম্মান গ্র্যামি জিতলেন জাকির, পুরস্কৃত শঙ্কর মহাদেবন

 | 
গ্র্যামি

কলকাতা: ৬৬তম গ্র্যামির মঞ্চে ভারতের জয়জয়কার। চার ভারতীয় সঙ্গীতশিল্পীর মাথায় উঠল জয়ের শিরোপা। আন্তর্জাতিক স্তরে ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ হিসাবে পুরস্কৃত হল শঙ্কর মহাদেবন, জাকির হুসেনের ব্যান্ড ‘শক্তি’র সাম্প্রতিক গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। এই ব্যান্ডের সঙ্গেই জড়িয়ে রয়েছে ভারতের চার সঙ্গীতশিল্পীর নাম। এই ব্যান্ডে কণ্ঠ দিয়েছেন শঙ্কর মহাদেবন। তবলা বাদক ওস্তাদ জাকির হুসেন। বেহালায় সঙ্গত দিয়েছেন গণেশ রাজাগোপালন। অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ। ২০২৩ সালের ৩০ জুন মুক্তি পেয়েছিল ‘দিস মোমেন্ট’। মোট আটটি গান রয়েছে ‘শক্তি’-র অ্যালবামে। গ্র্যামি অ্যাওয়ার্ডের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে এই ঘোষণা করা হয়েছে। ভারতীয় সঙ্গীত শিল্পীদের গ্র্যামি জয়ের খবরে উচ্ছ্বসিত দেশবাসী। 

গ্র্যামি পুরস্কার হাতে নিয়েই শঙ্কর জানান, তিনি এই পুরস্কার তাঁর স্ত্রীকে উৎসর্গ করলেন। সেইসঙ্গে পরিবার এবং বন্ধুবান্ধবদেরও ধন্যবাদ জানিয়েছে৷ শঙ্কর বলেন, ‘‘ভগবানকে ধন্যবাদ জানাই। আমার সহকারী সঙ্গীতশিল্পী পরিবার, বন্ধুবান্ধব সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের জন্য আমরা গর্বিত৷ তবে সব শেষে আমি বলতে চাই, এই পুরস্কার আমার স্ত্রীর প্রাপ্য। আমার গানের, আমার সৃষ্টির প্রতিটি সুর ওঁকে অর্পণ করি।’’


 

Around The Web

Trending News

You May like