এক ঝটকায় বয়স কমল ১৫ বছর! কী করে? রহস্য ফাঁস করলেন শমা

এক ঝটকায় বয়স কমল ১৫ বছর! কী করে? রহস্য ফাঁস করলেন শমা

মুম্বই:  হঠাৎ করেই যেন তাঁর বয়স কমে গেল বহুগুণ৷ এ কোন জাদু? তবে কি নিজেকে আরও বেশি লাস্যময়ী করে তুলতে প্লাস্টিক সার্জারি করালেন শমা সিকান্দর? তাঁকে দেখে অন্তত এমনটাই ভাবছেন নেটিজেনরা৷ রাতিরাতি যেন বেড়ে গিয়েছে তাঁর রূপের জেল্লা৷ বহুগুণ বেড়ে গিয়েছে তাঁর শীরীরি আবেদন৷ আর দেখে মনে হবে কম করে ১৫ বছর বয়স কেমে গিয়েছে অভিনেত্রীর৷ 

আরও পড়ুন- সমুদ্রের কোলে বিকিনি টপের আড়ালে উন্মুক্ত ক্লিভেজ, নেটপাড়ায় উষ্ণতা ছড়ালেন ঋতাভরী

শমার এই ভোলবদল দেখে অনেকেই ভিড়মি খেয়েছেন৷ এই সেই শমা? প্রশ্ন উঠতে শুরু করেছে৷ কী ভাবে হল এই পরিবর্তন? তা নিয়ে জল্পনার অভাব নেই৷ তিনি যেন আরও মোহময়ী হয়ে উঠেছেন৷ নেটিজেনদের একাংশের মতে নিজেকে আরও বেশি হট করে তুলতে প্লাস্টিক সার্জারি করেয়েছেন এই সেক্স বম্ব৷ যদিও সব জল্পনায় জল ঢেলে মুখ খুলেছেন অভিনেত্রী৷ সাফ জানালেন, কোনও প্লাস্টিক সার্জারি করাননি তিনি৷ তবে অন্য এক পদ্ধতি অবলম্বন করেছেন৷ কী সেটা? শমা জানান, তিনি বোটক্স ট্রিটমেন্ট করিয়েছেন৷ যা তাঁর সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে৷ এই ট্রিটমেন্ট করালে ঢাকা পড়ে যায় ছোটখাটো যাবতীয় খুঁত৷ পাশাপাশি বিশেষ ডায়েট মেনে চলছেন অভিনেত্রী৷ চলছে এক্সারসাইজ৷ আর এই তিন মন্ত্রেই ভক্তদের কুপোকাত করে দিয়েছেন শমা সিকান্দার৷ 

আরও পড়ুন- ‘দেশদ্রোহীরা দেশ চালাবে?’ বাংলা নিয়ে ফের বিতর্কিত মন্তব্য কঙ্গনার

তিনি জানান, বোটক্স কোনও সার্জারি নয়৷ তবে কেউ যদি ছুরিকাচি চালিয়ে সার্জারি করেও থাকেন, তাহলে বাকিদের কী এসে যায়৷ তাঁকে নিয়ে এত আলোচনাই বা কেন হবে? তবে শমা জানান, কোনও ট্রোলকেই গায়ে মাখেন না তিনি৷ বরং মনকে শান্ত রাখতে করেন নিয়মিত ধ্যান৷ বি টাউনে সেভাবে নিজের জায়গা ধরে রাখতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় বেশ উষ্ণ শমা৷ তাঁর হট ছবি রীতিমতো আগুন জ্বালায়৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =