ড্রাগ চক্রে NCB-র জিজ্ঞাসাবাদ শ্রদ্ধাকে, সুশান্তের বায়োপিকে সেই অফিসারের ভূমিকাতেই শক্তি কাপুর!

মুম্বই: শনিবার সুশান্ত সিং রাজপুত মৃত্যুর সঙ্গে জড়িত সম্ভাব্য ড্রাগ চক্রের তদন্তের অংশ হিসাবে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নাম উঠে এসেছে। তাঁকে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) জিজ্ঞাসাবাদ করেছে। আর কাকতালীয়ভাবে তাঁর বাবা প্রবীণ অভিনেতা শক্তি কাপুরকে সুশান্তের বায়োপিকে সেই NCB অফিসারের ভূমিকাতেই অভিনয় করতে দেখা যাবে। শক্তি কাপুর 'ন্যায়: দ্য জাস্টিস' চলচ্চিত্রে এমন একটি চরিত্রে রয়েছেন তা স্বীকার করেছেন সরলা এ সরোগি। তাঁর স্বামী অশোক এম সরোগি সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীর আইনজীবী।

মুম্বই: শনিবার সুশান্ত সিং রাজপুত মৃত্যুর সঙ্গে জড়িত সম্ভাব্য ড্রাগ চক্রের তদন্তের অংশ হিসাবে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নাম উঠে এসেছে। তাঁকে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) জিজ্ঞাসাবাদ করেছে। আর কাকতালীয়ভাবে তাঁর বাবা প্রবীণ অভিনেতা শক্তি কাপুরকে সুশান্তের বায়োপিকে সেই NCB অফিসারের ভূমিকাতেই অভিনয় করতে দেখা যাবে। শক্তি কাপুর ‘ন্যায়: দ্য জাস্টিস’ চলচ্চিত্রে এমন একটি চরিত্রে রয়েছেন তা স্বীকার করেছেন সরলা এ সরোগি। তাঁর স্বামী অশোক এম সরোগি সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীর আইনজীবী।

বিষয়টি সম্পর্কে অবহিত করে ছবিটির প্রধান অভিনেতা জুবের কে খান বলেছেন, “আমান ভার্মা একজন ইডি অফিসার চরিত্রে অভিনয় করছেন। শক্তি কাপুর স্যার NCB অফিসার চরিত্রে অভিনয় করছেন এবং সুধা চন্দ্রনজি ছবিতে সিবিআই অফিসারের চরিত্রে অভিনয় করছেন।” কাস্টিং শেষ হলেও তিন অভিনেতা এখনও শুটিং শুরু করেননি।

আরও পড়ুন: মাত্র ৩দিনেই স্বামীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলে নিলেন  পুনম পাণ্ডে

জুবরের চরিত্রের নাম মহেন্দ্র সিং বা মাহি। সুশান্ত সিং রাজপুত দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে চরিত্রটি। অভিনেত্রী শ্রেয়া শুক্ল উর্বশী নামে একটি চরিত্রে অভিনয় করেছেন, যা সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী দ্বারা অনুপ্রাণিত। অভিনেতা জানান, অভিনেত্রী সারা আলি খান, অঙ্কিতা লোখান্ডে এবং কৃতি সাননের ছায়া অবলম্বনে তৈরি চরিত্রগুলির জন্যও কাস্টিং প্রায় সম্পূর্ণ। তাঁর আসল জীবনের বিভিন্ন পর্যায়ে সুশান্তের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সুশান্তের প্রাক্তন ব্যবস্থাপক দিশা সালিয়ান এবং প্রাক্তন ব্যবসায়ী পরিচালক শ্রুতি মোদীর সঙ্গেও ভাল সম্পর্কের কথা স্বীকার করেন তিনি। ছবির শুটিং শুরু হয়েছে। গল্পের চিত্রনাট্য আরও বড় হচ্ছে এবং আরও চরিত্রগুলি অন্তর্ভুক্ত করা হচ্ছে। অঙ্কিতা লোখন্ডে, কৃতি সানন, সারা আলি খান, সুশান্তের পরিবার, তাঁর বোন, আইনজীবী, এমনকি প্রাক্তন ব্যবস্থাপক দিশার মতো চরিত্রগুলির জন্য কাস্টিং প্রায় শেষ হয়েছে। প্রাক্তন বিগ বসের প্রতিযোগী সোমি খান অভিনয় করবেন সুশান্তের প্রাক্তন ব্যবস্থাপক দিশা সালিয়ানের চরিত্রে। 

সুশান্তের মৃত্যুর তদন্ত এখন বলিউডের অন্যতম আলোচিত বিষয়। অভিনেতার মৃত্যুর সঙ্গে ড্রাগ চক্রের যোগ অনুসন্ধানের দিকে তদন্ত মোড় নিয়েছে। ফিল্মে এই অ্যাঙ্গেলটিও থাকছে। জুবের জানিয়েছেন,  “আমি যে দৃশ্যের শুটিং করেছি সেখানে তাঁকে ভাল অবস্থায় দেখানো হয়েছে। তাঁকে ডোপিং করতে দেখা যায়নি। তারপরে একটি দৃশ্য দেখা গিয়েছে যেখানে কিছু আলোচনা করার সময় রিয়া এবং সুশান্তের চরিত্রগুলি ধূমপান এবং মদ্যপান করতে দেখা গিয়েছে। মিডিয়া রিপোর্টগুলি (ড্রাগের বিষয়ে) থেকে যা কিছু বোঝা যাচ্ছে, ফিল্মে এর কিছুটা প্রদর্শিত হবে।” তিনি আরও জানান যে সুশান্তের মৃত্যুর বিষয়ে সমস্ত জল্পনা ধরা হবে ছবিতে। খুনের জল্পনার পাশাপাশি আত্মহত্যার অ্যাঙ্গেলও দেখানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 12 =