সুখবর শোনালেন শাহরুখ-কন্যা সুহানা, দিলেন পার্টি

ব্রিটেন: বিদেশ থেকেই ইনস্টাগ্র্যাম পোস্ট করে এবার সুখবর শোনালেন শাহরুখ-কন্যা সুহানা খান৷ সোশ্যাল মিডিয়া পোস্ট করে সুহানা জানিয়েছেন, তিনি গ্র্যাজুয়েশন পরীক্ষায় পাশ করে গিয়েছেন৷ সুহানা সাসেক্সের আর্ডিংলি কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাশ করেছেন৷ গ্র্যাজুয়েশন পাশ করার পর ইংলন্ডে যে পার্টি থ্রো করেন সুহানা৷ সেই পার্টির আসরে সুহানাকে তাঁর বন্ধুদের সঙ্গে দেখা যাচ্ছে৷ হোয়াইট টিউব টপের সঙ্গে

সুখবর শোনালেন শাহরুখ-কন্যা সুহানা, দিলেন পার্টি

ব্রিটেন: বিদেশ থেকেই ইনস্টাগ্র্যাম পোস্ট করে এবার সুখবর শোনালেন শাহরুখ-কন্যা সুহানা খান৷ সোশ্যাল মিডিয়া পোস্ট করে সুহানা জানিয়েছেন, তিনি গ্র্যাজুয়েশন পরীক্ষায় পাশ করে গিয়েছেন৷ সুহানা সাসেক্সের আর্ডিংলি কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাশ করেছেন৷ গ্র্যাজুয়েশন পাশ করার পর ইংলন্ডে যে পার্টি থ্রো করেন সুহানা৷

সেই পার্টির আসরে সুহানাকে তাঁর বন্ধুদের সঙ্গে দেখা যাচ্ছে৷ হোয়াইট টিউব টপের সঙ্গে কালো পেন্সিল স্কার্ট পরে সুহানাকে অসাধারণ দেখাচ্ছিল৷ শাহরুখ-গৌরীও ইংল্যান্ডে মেয়ের এই স্নাতক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন৷ স্ত্রী ও মেয়ের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন শাহরুখ৷ মেয়ের সঙ্গে একটি মোনোক্রোম ছবিও তুলেছেন শাহরুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − one =