কনভয় ছাড়াই ছেলে আরিয়ানকে দেখতে আর্থার রোড জেলে শাহরুখ

কনভয় ছাড়াই ছেলে আরিয়ানকে দেখতে আর্থার রোড জেলে শাহরুখ

মুম্বই: এবারও মেলেনি জামিন৷ মাদক মামলায় গ্রেফতার আরিয়ান খান বন্দি রয়েছেন আর্থার রোড জেলেই৷ এতদিন ছেলের সঙ্গে সরাসরি দেখা হয়নি শাহরুখ-গৌরীর৷ কথা হয়েছে ভিডিয়ো কলের মাধ্যমে৷ এবার সরাসরি জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করলেন বলিউডের বাদশা৷ মু্ম্বই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে মাদক মামলায় এনসিবি’র হাতে গ্রেফতার হওয়ার পর এই প্রথম ছেলের সঙ্গে সরাসরি দেখা করলেন কিং খান৷ বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ আইনজীবীদের সঙ্গে নিয়ে আর্থার রোড জেলে পৌঁছন শাহরুখ৷ 

আরও পড়ুন- কার কার সঙ্গে মাদক নিয়ে কথা, অরিয়ানের জামিনের আগেই আদালতে তথ্য NCB-র

SRK

এদিন মাত্র ১৫ মিনিট জেলের ভিতরে ছিলেন অভিনেতা৷ এর পরেই সেখান থেকে বেরিয়ে যান তিনি৷ তাঁর সঙ্গেই জেল থেকে বেরিয়ে যায় আইনজীবীদের দলটিও৷ তবে এদিন আর্থার রোড জেলে যাওয়ার খবরটি প্রকাশ্যে আনতে চাননি শাহরুখ৷ তাই কোনও কনভয় বা বড় গাড়ি নয়, বরং তিনি এসেছিলেন কালো কাঁচ লাগানো ছোট একটি গাড়ি করে৷ মুম্বইয়ের অফিস টাইম শুরুর আগে৷ শাহরুখ আর্থার রোড জেলে আসার খবরটি চাপা রাখতে চাইলেও খবর পৌঁছে যায় সংবাদমাধ্যমের কাছে৷ ফলে তাঁর আসার আগে থেকেই জেলের মূল ফটকের বাইরে অপেক্ষা করছিলেন সাংবাদিকরা৷ জড়ো হয়েছিলেন জেলের প্রহরীরাও৷  

প্রসঙ্গত, আর্থার রোড জেলটি রয়েছে শহরের মধ্যেই৷ এই জেলেই বিশেষ টাডা আদালতে বিচার হয়েছিল বলিউড তারকা সঞ্জয় দত্তের। আর্থার রোড জেলেই বন্দি ছিলেন তিনি। এছাড়াও আরও অনেক তারকাই এই জেলে রাত কাটিয়েছেন৷ অন্যদিকে, ২৬/১১ হামলায় একমাত্র জীবিত পাক জঙ্গি আজমল আমির কসাবও ছিল এই জেলেরই কয়েদি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + seven =