বড় পর্দায় উষ্ণতা ছাড়াবেন শাহরুখ-কন্যা সুহানা, ফাঁস করলেন বান্ধবী

নয়াদিল্লি: রটনা তাহলে সত্যি হচ্ছে? অবশেষে জল্পনা উড়িয়ে বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ-কন্যা সুহানা৷ এমন খবর ফাঁস করেছেন সুহানার বান্ধবী চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে৷ বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই চাপা চলছিল টিনসেল টাউনে৷ কিং খানের মেয়েও আসবেন বলিউডে? আতাত পড়া শেষ হয়েছে হয়েছে শাহরুখ কন্যার৷ গত সপ্তাহে স্নাতকোত্তর পরীক্ষায় পাশ করেছেন তিনি৷ দেশে ফিরেছেন শাহরুখের

বড় পর্দায় উষ্ণতা ছাড়াবেন শাহরুখ-কন্যা সুহানা, ফাঁস করলেন বান্ধবী

নয়াদিল্লি: রটনা তাহলে সত্যি হচ্ছে? অবশেষে জল্পনা উড়িয়ে বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ-কন্যা সুহানা৷ এমন খবর ফাঁস করেছেন সুহানার বান্ধবী চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে৷ বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই চাপা চলছিল টিনসেল টাউনে৷ কিং খানের মেয়েও আসবেন বলিউডে?

বড় পর্দায় উষ্ণতা ছাড়াবেন শাহরুখ-কন্যা সুহানা, ফাঁস করলেন বান্ধবীআতাত পড়া শেষ হয়েছে হয়েছে শাহরুখ কন্যার৷ গত সপ্তাহে স্নাতকোত্তর পরীক্ষায় পাশ করেছেন তিনি৷ দেশে ফিরেছেন শাহরুখের মেয়ে৷ তারপর থেকেই সোশ্যালে চর্চা চলছিল, কবে আসবে সেই মাহেন্দ্রক্ষণ, যখন বড় পর্দায় উষ্ণতা ছড়াতে আসবেন শাহরুখ কন্যা! অবশেষে অনন্যা এক সাক্ষাতকারে জানিয়েছেন, বাবার পথেই হাঁটবেন মেয়ে৷ কবে, সেটাও নাকি জানিয়েছেন অনন্যা৷

অনন্যা জানিয়েছেন, সুহানা যেদিন চাইবে সেদিনই বলিউড তাঁর জন্য দরজা খুলে দেবে৷ তবে এই মুহূর্তে সুহানা ফিল্ম স্কুলে যাচ্ছেন নিয়মিত৷ এরপর আরও পড়াশোনার জন্য উড়ে যাবেন নিউ ইয়র্কে৷ তাই এক্ষুণি অভিনয় দুনিয়ায় আসছেন না সুহানা৷ তবে, ও কিন্তু সত্যিই খুব ভালো অভিনয় করে৷ আমি দেখেছি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − six =