সম্পত্তি কেলেঙ্কারি মামলায় জেলে যেতে পারেন শাহরুখ

মুম্বই: মহারাষ্ট্রের আলিবাগে বেনামে খামারবাড়ি সংক্রান্ত মামলায় অভিযোগ থেকে মুক্তি পেলেন মুম্বইয়ের সুপারস্টার শাহরুখ খান ও তাঁর সংস্থা৷ আয়কর দপ্তরের তরফে সংশ্লিষ্ট সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে খারিজ করে দিয়েছে অ্যাপিলেট আদালত৷ গত বছর ফেব্রুয়ারিতে এই সম্পত্তি কেনা হয়েছিল শাহরুখ এবং তাঁর সংস্থার নামে৷ এই সংস্থার অংশীদার

ef9b814142a0c2e08626fdc45a405a0b

সম্পত্তি কেলেঙ্কারি মামলায় জেলে যেতে পারেন শাহরুখ

মুম্বই: মহারাষ্ট্রের আলিবাগে বেনামে খামারবাড়ি সংক্রান্ত মামলায় অভিযোগ থেকে মুক্তি পেলেন মুম্বইয়ের সুপারস্টার শাহরুখ খান ও তাঁর সংস্থা৷ আয়কর দপ্তরের তরফে সংশ্লিষ্ট সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে খারিজ করে দিয়েছে অ্যাপিলেট আদালত৷

গত বছর ফেব্রুয়ারিতে এই সম্পত্তি কেনা হয়েছিল শাহরুখ এবং তাঁর সংস্থার নামে৷ এই সংস্থার অংশীদার হলেন শাহরুখের স্ত্রী গৌরী খান এবং তাঁর শ্বশুর-শাশুড়ি৷ ঋণ নিয়েই সংশ্লিষ্ট সম্পত্তি কিনেছিলেন শাহরুখ৷ ডি সিংঘাই (চেয়ারপার্সন) এবং তুষার ভি শাহ (সদস্য-আইন) কে নিয়ে গঠিত অ্যাডজুডিকেটিং অথরিটির (এএ) ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, শাহরুখের বিরুদ্ধে আনা অভিযোগের কোনও ভিত্তি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *