দীপিকার পর এবার কি শাহিদ-হৃতিকের টার্ন? ড্রাগ মামলায় NCB-র জালে ফাঁসতে পারেন দুই অভিনেতা

মুম্বই: সুশান্ত সিং রাজপুত মামলার সঙ্গে যুক্ত ড্রাগ চক্রের মামলা দ্রুত এগোচ্ছে, ততই নতুন নতুন তথ্য সামনে আসছে। ইতিমধ্যেই শ্রদ্ধা কাপুর, সারা আলি খান, রকুল প্রীত সিং ও দীপিকা পাড়ুকোনকে জিজ্ঞাসাবাদ করেছেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। কিন্তু এতদিন পর্যন্ত কোনও অভিনেতার নাম ওঠেনি। এবার শোনা যাচ্ছে মামলায় ফাঁসতে পারেন শাহিদ কাপুর ও হৃত্বিক রোশন।

 

মুম্বই: সুশান্ত সিং রাজপুত মামলার সঙ্গে যুক্ত ড্রাগ চক্রের মামলা দ্রুত এগোচ্ছে, ততই নতুন নতুন তথ্য সামনে আসছে। ইতিমধ্যেই শ্রদ্ধা কাপুর, সারা আলি খান, রকুল প্রীত সিং ও দীপিকা পাড়ুকোনকে জিজ্ঞাসাবাদ করেছেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। কিন্তু এতদিন পর্যন্ত কোনও অভিনেতার নাম ওঠেনি। এবার শোনা যাচ্ছে মামলায় ফাঁসতে পারেন শাহিদ কাপুর ও হৃত্বিক রোশন।

গত শনিবার দীপিকা পাড়ুকোন, সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকে জিজ্ঞাসাবাদ করেছে NCB। শুক্রবার জিজ্ঞাসাবাদ করা হয় রকুল প্রীত সিংকে। এছাড়া ধর্মা প্রোডাকশনস প্রাক্তন ক্রিয়েটিভ প্রোডিউসার ক্ষিতিজ রবি প্রসাদেরকে গ্রেফতার করা হয়। এরপরই মনে করা হচ্ছে এই মামলায় ফাঁসতে পারেন করণ জোহরও। কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি যুক্তি দেখিয়েছেন পরিচালক। জানিয়েছেন, তাঁর সঙ্গে কোনও সম্পর্ক নেই ক্ষিতিজের। এমনকী ধর্মা প্রোডাকশনসের সঙ্গেও ক্ষিতিজের সম্পর্কের কথা অস্বীকার করেন তিনি। লেখেন, “আমি জানাতে চাই যে আমি এই ব্যক্তিদের ব্যক্তিগতভাবে চিনি না। এই দুই ব্যক্তির কেউই সহায়ক বা ঘনিষ্ঠ সহযোগী নয়। তাঁরা ব্যক্তিগত জীবনে যা করছে তার জন্য আমি বা ধর্মা প্রোডাকশনস দায়ী নই। এই অভিযোগগুলি ধর্মা প্রোডাকশনসের ক্ষেত্রে খাটে না। …..মিঃ ক্ষিতিজ রবি প্রসাদ ২০১২ সালের নভেম্বরে ধর্মাটিক এন্টারটেনমেন্টে (ধর্মা প্রোডাকশনের সিস্টার কনসার্ন) যোগদান করেছিলেন। একটি প্রকল্পের চুক্তির ভিত্তিতে নির্বাহী প্রযোজক হিসাবে যোগ দিয়েছিলেন তিনি যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।”

আরও পড়ুন: ফার্ম হাউজে রাত্রীবাস, বিদেশ ভ্রমণ! সুশান্ত-সম্পর্ক গভীর হলেও মাদকে ‘স্পিকটি নট’ সারা

তবে এখনও পর্যন্ত কোনও বলিউডের অভিনেতাদের নাম এই মামলায় ওঠেনি। এখন শোনা যাচ্ছে এই মামলায় ফাঁসতে পারেন এই আশঙ্কায় ইতিমধ্যেই আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন অভিনেতারা। শুধুমাত্র বলিউডের অভিনেত্রীদের ড্রাগ মামলায় ফাঁসার ঘটনায় ইতিমধ্যে বিভিন্ন মহলের তর্ক-বিতর্ক শুরু হয়েছে। মিমি চক্রবর্তী থেকে শুরু করে অনেকেই এই ঘটনার সমালোচনা করেছেন। কিন্তু এবার শোনা যাচ্ছে এনসিবির রাডারে নাকি আসতে পারেন হৃত্বিক রোশন ও শাহিদ কাপুর। এই সপ্তাহেই নাকি হৃতিককে নোটিশ পাঠানোর চেষ্টা চালাচ্ছে NCB। তারপরেই টার্ন শাহিদ কাপুর এবং অর্জুন রামপালের। শোনা যাচ্ছে ২০১৭ সালের হেলথ ডিটক্সের কারণে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন হৃতিক। তদন্তকারী সংস্থার আধিকারিকদের সন্দেহ হেলথ ডিটক্স নয়, হৃতিক অন্য কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ চালাতে পারে NCB। এমনকী ঘাঁটা হতে পারে পুরনো নথিপত্রও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 2 =