নতুন রূপে আব্রাম! মুহূর্তে ভাইরাল গৌরীর পোস্ট, প্রতিক্রিয়া জানালেন খোদ বাদশা

নতুন রূপে আব্রাম! মুহূর্তে ভাইরাল গৌরীর পোস্ট, প্রতিক্রিয়া জানালেন খোদ বাদশা

মুম্বই:  শাহরুখ পুত্র আব্রাম ছোট থেকেই লাইম লাইটে৷ তাঁকে দেখলেই ঝলসে ওঠে পাপারাৎজিদের ক্যামেরার ফ্ল্যাশ লাইট৷ বাবার হাত ধরে সেও ঢুকে পড়েছে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে৷ সোশ্যাল মিডিয়াতে কিং খানের ছোট ছেলের জনপ্রিয়তা নজর কাড়া৷ সম্প্রতি তাঁর একটি ছবি পোস্ট করেন গৌরী খান৷ বাদাশাহী মেজাজে সেই টুইটটি রি-টুইট করেন বাদশা৷ ওই ছবির টুইটের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘আরে ইয়ার!!! আমি কোথায় ছিলাম?’’

আরও পড়ুন-  শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য শুনতে হয়েছিল তাঁকে, আত্মজীবনীতে বিস্ফোরক প্রিয়াঙ্কা

আসলে হয়েছেটা কি খুদে শাহজাদা আব্রাম এখন কুস্তির পাঠ নিচ্ছে৷ হাতে কুস্তির গ্লাভস পরা সেই ছবিই পোস্ট করেছিলেন মা গৌরী খান৷ যেখানে দেখা যায় গ্লাভস পরে বসে রয়েছে ছোট্ট আব্রাম৷ ছবির সঙ্গে গৌরী লেখেন- ‘আমার মাইক টাইসন’৷ এই ছবি পোস্ট হতেই ভাইরাল৷ মালাইকা থেকে খোদ শাহরুখ খান, উপচে পড়েছে কমেন্ট বক্স৷ সেই ছবির প্রতিক্রিয়া জানিয়েই শাহরুখ লেখেন ‘‘‘‘আরে ইয়ার!!! আমি কোথায় ছিলাম?’’

ছোট থেকেই আব্রামকে নিজের সঙ্গে সঙ্গেই রাখেন শাহরুখ৷ সোশ্যাল মিডিয়ায় আব্রামের নানা আপডেট দিতে থাকেন কিং খান৷ কিছু দিন আগে তাইকুন্ডায় তার মেডেল জেতার খবর শেয়ার করেছিলেন গর্বিত বাবা৷ ছবির সঙ্গে লিখে ফেলেছিলেন লম্বা একটি পোস্ট৷ তবে সেভাবে ছোট ছেলেকে নিয়ে পোস্ট করতে দেখা যায়নি গৌরী খানকে৷ এক সময় শোনা গিয়েছিল গৌরীর সঙ্গে নাকি আব্রামের সম্পর্ক খুব একটা মধুর নয়৷ তবে সেই বিতর্ক এখন অতীত৷ তাঁর মন জুড়েও যে বিরাজ করে ছোট্ট আব্রাম, এই ছবিই তার প্রমাণ৷ 

আরও পড়ুন-  ‘কৃষক আন্দোলন নিয়ে চুপ কেন প্রিয়াঙ্কা?’ টুইটে প্রশ্ন মিয়ার

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও বেশ আগ্রহী আব্রাম৷ ছোট বয়সেই তাঁর পছন্দের তালিকায় ঢুকে পড়েছে ফুটবল, আইস স্কেটিং, সাঁতার, মার্শাল আর্ট, বক্সিং৷ ছবি আঁকার নেশাও রয়েছে বাদশাহ পুত্রের৷ বক্সিং গ্লাভস পরা আব্রামের এই ছবিতে ভালোবাসা উজার করে দিয়েছে বলিউড তারকারা৷ মালাইকা এবং অমৃতা আরোরা লিখেছেন ‘কিউটি’৷ আবার ফারহা খান লিখেছেন ‘গর্জিয়াস বয়’৷ সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় সুপারহিট শাহরুখ তনয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + seventeen =