মুম্বই: মুক্তির আগেই ছক্কা হাঁকাচ্ছে শাহরুখ খান ও দীপিকা পাদুকোন অভিনীত ছবি ‘পাঠান’৷ আর এক সপ্তাহও বাকি নেই৷ তার পরই প্রেক্ষাগৃহে চলে আসবে ‘পাঠান’৷ কিন্তু এখন থেকেই টিকিট নিয়ে কাড়াকাড়ি৷ এতদিন পর বড় পর্দায় বাদশার প্রত্যাবর্তন ঘটছে বলে কথা৷ বাড়তি উন্মাদনা তো থাকবেই৷ তাই তো এখন থেকেই টিকিট পাওয়ার জন্য চাতক পাখির মতো অপেক্ষায় রয়েছেন বাদশার ভক্তরা।
যশ রাজ ফিল্মস প্রযোজিত ছবি ‘পাঠান’ ছবি শুরু থেকেই বিতর্কের শিরোনামে৷ নেপথ্যে এই ছবির একটি গান ‘বেশরম রং’৷ তবে সেই বিতর্কের চেয়েও বড় হয়ে উঠেছে কিং খানের পর্দায় ওয়াপাসি৷ নামভূমিকায় রয়েছেন শাহরুখ৷ ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এর প্রথম ছবি ‘পাঠান’ এর হাত ধরেই প্রায় বছর পাঁচেক পরে বড় পর্দায় ফিরছেন বাদশা। ফলে অনুরাগীদের মধ্যে ‘পাঠান’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই রমরমিয়ে চলছে ছবির টিকিটের অগ্রিম বুকিং। টিকিটের দামের পরোয়া করতে নারাজ বাদশার ভক্তরা৷ দিল্লিতে একটি প্রেক্ষাগৃহে ২,১০০ টাকায় বিক্রি হচ্ছে ‘পাঠান’ এর টিকিট। এত দাম সত্ত্বেও অগ্রিম বুকিংয়েই প্রায় হাউসফুল অধিকাংশ প্রেক্ষাগৃহ। ছবিমুক্তির দিনেই যে বক্স অফিসে বড় অঙ্কের ব্যবসা করতে চলেছে ‘পাঠান’, তা বলাই বাহুল্য৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
শুধু রাজধানীতেই ‘পাঠান’ নিয়ে উন্মাচনা নয়, পিছিয়ে নেই মুম্বই ও কলকাতাও৷ এই দুই শহরেও বেশ দামি ‘পাঠান’-এর টিকিট। মুম্বইয়ে ছবির টিকিটের সর্বোচ্চ দাম প্রায় ১,৫০০ টাকার কাছে পৌঁছেছে৷ তাতেও পিছিয়ে আসেননি শাহরুখের ভক্তরা৷ ছবি মুক্তির প্রথম দিনেই হাউসফুল প্রেক্ষাগৃহ। সে দিক থেকে কলকাতায় টিকিটের দাম তুলনামূলক ভাবে কম৷ তবে টিকিটের চাহিদা আকাশছোঁয়া। ৬৫০ টাকা মূল্যের টিকিটেও বেশির ভাগ প্রেক্ষাগৃহ হাউজফুল হয়ে গিয়েছে৷
গত ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ ছবির ট্রেলার। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ডিম্পল কাপাডিয়া। ছবির পরিচালনায় রয়েছে ‘ওয়ার’, ‘ব্যাং ব্যাং’ ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। বলিউডের বাদশার মোহ শুধু দেশে নয়, রয়েছে বিদেশেও৷ তাই তো গত ১৪ জানুয়ারি বিশ্বের সর্বোচ্চ বহুতল, দুবাইয়ের বুর্জ খলিফায় প্রদর্শিত হয় ‘পাঠান’-এর ট্রেলার। সেখানে অনুরাগীদের সঙ্গে সেলফি তোলেন বাদশা৷ ‘ঝুমে জো পাঠান’ গানের তালে পাও মেলান কিং খান৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>