×

মাত্র ১১০ টাকায় দেখা যাবে কিং খানের ‘পাঠান’! এর জন্য কী করতে হবে আপনাকে

 
পাঠান

মুম্বই:  বছরের শুরুতেই ভাগ্য ঘুরেছে বলিউডের৷ বক্স অফিসে হিট শাহরুখ খান ও দিপীকা পাদুকোন অভিনীত ‘পাঠান’৷ সারা বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছে এই অ্যাকশন মুভি। এই ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম। যশ রাজ ফিল্মসের ব্যানারে তৈরি এই ছবিটি বিশ্বব্যাপী ৮ হাজার স্ক্রিনে মুক্তি পায়৷  ইতিমধ্যেই পাঠানের বক্স অফিস কালেকশন ৯০০ কোটি টাকা। শুধুমাত্র ভারতের বাজারেই আয় হয়েছে ৫০০ কোটি।

আরও পড়ুন- নীল ছবিতে কাজ করে কত আয় করেছিলেন পর্ন তারকা মিয়া খালিফা? জানান অভিনেত্রী নিজেই


রিপোর্ট অনুসারে, পাঠান সর্বকালের সর্বোচ্চ উপার্জনকারী হিন্দি ছবির মধ্যে অন্যতম হয়ে উঠতে চলেছে। আর এই সাফল্য উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷  আমজনতার জন্য থাকছে বিশেষ উপহার। ১৭ ফেব্রুয়ারি শুক্রবার উদযাপন করা হবে ‘পাঠান’ দিবস। এই দিন PVR, Inox, Cinepolis, Miraj, Movietime-এর মতো সিনেমা হলে পাঠানের টিকিটের দাম থাকবে মাত্র ১১০ টাকা।

বৃহস্পতিবার 'যশ রাজ ফিল্মস'-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই বিষয়টি জানানো হয়েছে৷ পাঠানের একটি পোস্টারের উপর বড় বড় করে লেখা হয়েছে ‘এই শুক্রবার পাঠান দিবস’। সঙ্গে ক্যাপশন, ‘পাঠান দিবস আসছে। দেশজুড়ে ইতিমধ্যেই এই ছবি ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে। এই শুক্রবার আমাদের সঙ্গে এসে পাঠান দিবস উদযাপন করুন। গোটা দেশজুড়ে মাত্র ১১০ টাকায় বুক করুন আপনার টিকিট। যে কোনও পিভিআর, আইনক্স, সিনেপলিস-সহ সব সিনেমাহলেই দেখতে পারবেন শাহরুখের এই ছবি।’

From around the web

Education

Headlines