দু’বছর পর শুটিংয়ে ফিরছেন শাহরুখ! স্টার কাস্টে চমক হিরানির

দু’বছর পর শুটিংয়ে ফিরছেন শাহরুখ! স্টার কাস্টে চমক হিরানির

মুম্বই: ২০১৮ সালে মুক্তি পেয়েছিল জিরো। এখনও পর্যন্ত এটাই শাহরুখের শেষ ছবি। তারপর দু’বছর কেটে গিয়েছে। অভিনয় করতে দেখা যায়নি কিং খানকে। যদিও খবরে তিনি থেকেছেন। কখনো করোনা আবহে প্রধানমন্ত্রীর ফান্ডে অনুদান দেওয়ার জন্য। কখনো আবার করোনা যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছেন তিনি। নিজের অফিস ছেড়ে দিয়েছেন কোরেনন্টাইন সেন্টারের জন্য। আবার পিপিই কিনে দিয়ে সাহায্য করেছেন একাধিক রাজ্যকে।

তবে অভিনয় না করলেও সিনেমা জগত থেকে সরে আসেননি শাহরুখ। প্রযোজনা করেছেন একের পর এক সিরিজ। যার মধ্যে আছে বার্ড অফ ব্লাড এবং বেতাল।  তবে এবার ফের অভিনয়ে ফিরতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে রাজকুমার হিরানির ছবিতে অভিনয় করতে দেখা যাবে শাহরুখকে। যদিও এই খবর নতুন নয়। বহুদিন আগে শোনা গিয়েছিল রাজকুমার হিরানির সঙ্গে কাজ করবেন শাহরুখ। কিন্তু তারপর কালের গতিতে সেই খবর ধামাচাপা পড়ে যায়। রাজকুমারও এনিয়ে উচ্চবাচ্য করেননি। স্বাভাবিকভাবে অন্য অনেক ছবির মতো এই ছবিও গহ্বরে তলিয়ে যায়।

কিন্তু এখন শোনা যাচ্ছে তা নয় একেবারেই। ছবি নিয়ে নাকি দুজনের মধ্যে মাঝেমধ্যেই আলাপ-আলোচনা চলে। আর এখন সম্ভবত পাকা কথা হয়ে গিয়েছে। আগস্ট মাস থেকেই শুরু হতে চলেছে ছবির শুটিং। ছবিটি প্রযোজনা করছে রাজকুমার হিরানি প্রডাকশন এবং শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। শোনা গিয়েছে এই ছবির চিত্রনাট্য লিখবেন পারিজাত যোশী। তবে শাহরুখ খানের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। 

ছবির গল্প এক পাঞ্জাবী যুবককে কেন্দ্র করে এগিয়েছে। কাজের সূত্রে সে ভারত থেকে পাড়ি দেয় কানাডা। সেখানে গিয়ে নানা রকম কাজের সঙ্গে জড়িয়ে পড়ে সে। এই পাঞ্জাবী যুবকের চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। তবে ছবির শুটিং কানাডায় হবে কিনা সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। শোনা যাচ্ছে সবকিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। যদি পরিস্থিতি ঠিক হয়ে যায় তাহলে হয়তো কানাডায় গিয়ে শুট করার কথা ভাবা হবে। আর যদি না হয় তাহলে সম্ভবত এখানেই কোনো প্রেম সেট বানিয়ে হবে শুটিং। এ বিষয়ে এখনই কিছু বলতে নারাজ দুই প্রযোজনা সংস্থা।

জিরো মুক্তি পাওয়ার পর শাহরুখ খানের আর কোন ছবি মুক্তি না পাওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন এবার কি তবে রিটায়ার করবেন শাহরুখ? সিনেমা জগৎ থেকে অবসর নেবেন? তখন শাহরুখ জানিয়েছিলেন, এখন তিনি পরিবারকে সময় দিতে চান। আরিয়ান, সুহানা এবং আব্রামের সঙ্গে সময় কাটাতে চান তিনি। ভালো চিত্রনাট্য পেলে তিনি যে আবার অভিনয় করবেন তখন সে কথাও জানিয়ে দিয়েছিলেন বাদশা। কানাঘুষা শোনা গিয়েছিল রাজকুমার হিরানির সঙ্গে ছবি বানানোর কথা। আর এই বার তো  জানা গেল সত্যিই রাজকুমার হিরানির ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে ছবির নাম এবং স্টার কাস্ট নিয়ে খুব শীঘ্রই শাহরুখ এবং হিরানি ঘোষণা করবেন বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 1 =